শাহীন রহমান, পাবনা
একজন সাধারণ বাঙালি নারী থেকে নায়িকা, তারপর মহানায়িকা হয়ে অনেকটা নীরবে চলে যাওয়া। তাঁর নাম সুচিত্রা সেন। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এই মহানায়িকার নবম প্রয়াণ দিবস আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি)। ২০১৪ সালের ১৭ জানুয়ারি ভারতের কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
পাবনা জেলার গণ্ডি পেরিয়ে অভিনয়গুণে সুচিত্রা সেন হয়ে উঠেছিলেন এপার-ওপার বাংলার চলচ্চিত্রপ্রেমীদের মহানায়িকা। আসল নাম রমা সেন, চলচ্চিত্রে তাঁর নাম সুচিত্রা সেন, যার অভিনয়-সৌন্দর্য আজও দাগ কেটে আছে সবার মনে। তাঁর শৈশব–কৈশোরের একটি অংশ কেটেছে পাবনা শহরের হেমসাগর লেনের পৈতৃক বাড়িতে। নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন শহরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে।
মৃত্যুর ছয় মাসের মাথায় ২০১৪ সালের ১৭ জুলাই উচ্চ আদালতের নির্দেশে উদ্ধার করা হয় অবৈধ দখলে থাকা পাবনায় তাঁর পৈতৃক বাড়ি। যে বাড়ির প্রতি কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে সুচিত্রা সেনের স্মৃতি। তারপর থেকে অনেকটা অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে বাড়িটি। জেলা প্রশাসনের দখলে থাকা বাড়িটি যেন প্রাণহীন। বাড়ির বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। প্রায় ৯ বছর পার হলেও বাড়িতে ‘সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা’ গড়ে তোলার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
পাবনা থিয়েটার ’৭৭-এর সাধারণ সম্পাদক আবুল কাশেম আজকের পত্রিকাকে বলেন, ‘সুচিত্রা সেন যে পাবনার মেয়ে, তা অনেকে ভুলতে বসেছেন। অনেকে জানেন না বা মানেন না। তাঁকে নিয়ে গর্ব করতেও অনেকে দ্বিধাবোধ করেন। তাঁর বাড়ি নিয়ে সংগ্রহশালা করার যে প্রত্যাশা ছিল, তার কিছুই পূরণ হয়নি।’
আওয়ামী শিল্পীগোষ্ঠী পাবনা জেলা শাখার সভাপতি প্রলয় চাকী বলেন, ‘তাঁর পৈতৃক ভিটা ঘিরে যে দাবি বা পরিকল্পনা ছিল, সে সংগ্রহশালা আজও পূর্ণাঙ্গ রূপ পায়নি। কেন হয়নি, শিল্পকলা একাডেমি বা সংস্কৃতি মন্ত্রণালয়ের কী পরিকল্পনা, তা জানতে পারছি না। সব মিলিয়ে আমরা হতাশ।’
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধু বলেন, ‘সুচিত্রা সেনের পৈতৃক বাড়িটিতে “সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা” করার জন্য আমাদের পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রস্তাব দেওয়া আছে। কিন্তু সেটি আজও সেই প্রস্তাব হিসেবে তাদের কাছে পড়ে আছে। কোনো উদ্যোগ নেই।’ জেলা প্রশাসনের সঙ্গে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সমন্বয় হলে কাজের গতি বাড়বে বলেও মনে করেন তিনি।
পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে স্মৃতি সংগ্রহশালা করার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। সেটি এখনো প্রক্রিয়াধীন। সেখান থেকে কোনো নির্দেশনা না এলে আমাদের কিছু করার নেই।’
এদিকে, সুচিত্রা সেনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ হেমসাগর লেনের পৈতৃক বাড়িতে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারের।
একজন সাধারণ বাঙালি নারী থেকে নায়িকা, তারপর মহানায়িকা হয়ে অনেকটা নীরবে চলে যাওয়া। তাঁর নাম সুচিত্রা সেন। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এই মহানায়িকার নবম প্রয়াণ দিবস আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি)। ২০১৪ সালের ১৭ জানুয়ারি ভারতের কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
পাবনা জেলার গণ্ডি পেরিয়ে অভিনয়গুণে সুচিত্রা সেন হয়ে উঠেছিলেন এপার-ওপার বাংলার চলচ্চিত্রপ্রেমীদের মহানায়িকা। আসল নাম রমা সেন, চলচ্চিত্রে তাঁর নাম সুচিত্রা সেন, যার অভিনয়-সৌন্দর্য আজও দাগ কেটে আছে সবার মনে। তাঁর শৈশব–কৈশোরের একটি অংশ কেটেছে পাবনা শহরের হেমসাগর লেনের পৈতৃক বাড়িতে। নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন শহরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে।
মৃত্যুর ছয় মাসের মাথায় ২০১৪ সালের ১৭ জুলাই উচ্চ আদালতের নির্দেশে উদ্ধার করা হয় অবৈধ দখলে থাকা পাবনায় তাঁর পৈতৃক বাড়ি। যে বাড়ির প্রতি কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে সুচিত্রা সেনের স্মৃতি। তারপর থেকে অনেকটা অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে বাড়িটি। জেলা প্রশাসনের দখলে থাকা বাড়িটি যেন প্রাণহীন। বাড়ির বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। প্রায় ৯ বছর পার হলেও বাড়িতে ‘সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা’ গড়ে তোলার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
পাবনা থিয়েটার ’৭৭-এর সাধারণ সম্পাদক আবুল কাশেম আজকের পত্রিকাকে বলেন, ‘সুচিত্রা সেন যে পাবনার মেয়ে, তা অনেকে ভুলতে বসেছেন। অনেকে জানেন না বা মানেন না। তাঁকে নিয়ে গর্ব করতেও অনেকে দ্বিধাবোধ করেন। তাঁর বাড়ি নিয়ে সংগ্রহশালা করার যে প্রত্যাশা ছিল, তার কিছুই পূরণ হয়নি।’
আওয়ামী শিল্পীগোষ্ঠী পাবনা জেলা শাখার সভাপতি প্রলয় চাকী বলেন, ‘তাঁর পৈতৃক ভিটা ঘিরে যে দাবি বা পরিকল্পনা ছিল, সে সংগ্রহশালা আজও পূর্ণাঙ্গ রূপ পায়নি। কেন হয়নি, শিল্পকলা একাডেমি বা সংস্কৃতি মন্ত্রণালয়ের কী পরিকল্পনা, তা জানতে পারছি না। সব মিলিয়ে আমরা হতাশ।’
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধু বলেন, ‘সুচিত্রা সেনের পৈতৃক বাড়িটিতে “সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা” করার জন্য আমাদের পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রস্তাব দেওয়া আছে। কিন্তু সেটি আজও সেই প্রস্তাব হিসেবে তাদের কাছে পড়ে আছে। কোনো উদ্যোগ নেই।’ জেলা প্রশাসনের সঙ্গে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সমন্বয় হলে কাজের গতি বাড়বে বলেও মনে করেন তিনি।
পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে স্মৃতি সংগ্রহশালা করার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। সেটি এখনো প্রক্রিয়াধীন। সেখান থেকে কোনো নির্দেশনা না এলে আমাদের কিছু করার নেই।’
এদিকে, সুচিত্রা সেনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ হেমসাগর লেনের পৈতৃক বাড়িতে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারের।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ওয়ারী বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ইকবাল হোসাইন কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত বছরের ২৮ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী এটি পলায়নের শামিল।
৩ মিনিট আগেগোপালগঞ্জে কারাগারে হামলার ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৬১ জনকে আসামি করে মামলা করেছে জেলা কারাগার। গতকাল মঙ্গলবার রাতে কারাগারের ভারপ্রাপ্ত জেলার তানিয়া জামান বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।
৮ মিনিট আগেতিনি বলেন, সচিবালয়ে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে এই মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়।
১৭ মিনিট আগেমিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতে গত এক বছরের বেশি সময়ে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় নেওয়া তঞ্চঙ্গ্যা জাতিগোষ্ঠীর ৭১ জন স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেল। তারা সবাই ১৫ তঞ্চঙ্গ্যা পরিবারের সদস্য। আজ বুধবার ও আগের দিন মঙ্গলবার তাঁদের ফেরত পাঠায় ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত...
২১ মিনিট আগে