Ajker Patrika

নিজ জন্মভূমিতে বিস্মৃত হতে চলেছেন সুচিত্রা সেন

শাহীন রহমান, পাবনা 
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ০৯: ৫৩
নিজ জন্মভূমিতে বিস্মৃত হতে চলেছেন সুচিত্রা সেন

একজন সাধারণ বাঙালি নারী থেকে নায়িকা, তারপর মহানায়িকা হয়ে অনেকটা নীরবে চলে যাওয়া। তাঁর নাম সুচিত্রা সেন। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এই মহানায়িকার নবম প্রয়াণ দিবস আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি)। ২০১৪ সালের ১৭ জানুয়ারি ভারতের কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

পাবনা জেলার গণ্ডি পেরিয়ে অভিনয়গুণে সুচিত্রা সেন হয়ে উঠেছিলেন এপার-ওপার বাংলার চলচ্চিত্রপ্রেমীদের মহানায়িকা। আসল নাম রমা সেন, চলচ্চিত্রে তাঁর নাম সুচিত্রা সেন, যার অভিনয়-সৌন্দর্য আজও দাগ কেটে আছে সবার মনে। তাঁর শৈশব–কৈশোরের একটি অংশ কেটেছে পাবনা শহরের হেমসাগর লেনের পৈতৃক বাড়িতে। নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন শহরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে। 

মৃত্যুর ছয় মাসের মাথায় ২০১৪ সালের ১৭ জুলাই উচ্চ আদালতের নির্দেশে উদ্ধার করা হয় অবৈধ দখলে থাকা পাবনায় তাঁর পৈতৃক বাড়ি। যে বাড়ির প্রতি কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে সুচিত্রা সেনের স্মৃতি। তারপর থেকে অনেকটা অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে বাড়িটি। জেলা প্রশাসনের দখলে থাকা বাড়িটি যেন প্রাণহীন। বাড়ির বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। প্রায় ৯ বছর পার হলেও বাড়িতে ‘সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা’ গড়ে তোলার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। 

পাবনা থিয়েটার ’৭৭-এর সাধারণ সম্পাদক আবুল কাশেম আজকের পত্রিকাকে বলেন, ‘সুচিত্রা সেন যে পাবনার মেয়ে, তা অনেকে ভুলতে বসেছেন। অনেকে জানেন না বা মানেন না। তাঁকে নিয়ে গর্ব করতেও অনেকে দ্বিধাবোধ করেন। তাঁর বাড়ি নিয়ে সংগ্রহশালা করার যে প্রত্যাশা ছিল, তার কিছুই পূরণ হয়নি।’ 

আওয়ামী শিল্পীগোষ্ঠী পাবনা জেলা শাখার সভাপতি প্রলয় চাকী বলেন, ‘তাঁর পৈতৃক ভিটা ঘিরে যে দাবি বা পরিকল্পনা ছিল, সে সংগ্রহশালা আজও পূর্ণাঙ্গ রূপ পায়নি। কেন হয়নি, শিল্পকলা একাডেমি বা সংস্কৃতি মন্ত্রণালয়ের কী পরিকল্পনা, তা জানতে পারছি না। সব মিলিয়ে আমরা হতাশ।’ 

মহানায়িকা সুচিত্রা সেন/পাবনায় সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা। আজকের পত্রিকাসুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধু বলেন, ‘সুচিত্রা সেনের পৈতৃক বাড়িটিতে “সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা” করার জন্য আমাদের পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রস্তাব দেওয়া আছে। কিন্তু সেটি আজও সেই প্রস্তাব হিসেবে তাদের কাছে পড়ে আছে। কোনো উদ্যোগ নেই।’ জেলা প্রশাসনের সঙ্গে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সমন্বয় হলে কাজের গতি বাড়বে বলেও মনে করেন তিনি। 

পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে স্মৃতি সংগ্রহশালা করার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। সেটি এখনো প্রক্রিয়াধীন। সেখান থেকে কোনো নির্দেশনা না এলে আমাদের কিছু করার নেই।’ 

এদিকে, সুচিত্রা সেনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ হেমসাগর লেনের পৈতৃক বাড়িতে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত