বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
সারা দিন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উল্টে পড়ে ছিল একটি ট্রাক। রাতে সেই ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর এলাকার নুরে আলম ফিলিং স্টেশনের সামনের এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত যুবকের নাম সাখাওয়াত হোসেন (৩০)। তিনি বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর বেড়পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
নুরে আলম ফিলিং স্টেশনের মালিক আব্দুস সাত্তার বলেন, ‘বৃহস্পতিবার সকালে মহাসড়কে একটি ট্রাক উল্টে যায়। সারা দিন সেই ট্রাক রাস্তার ওপরেই ছিল। সন্ধ্যায় একজন মোটরসাইকেল আরোহী বুঝতে না পেরে বিকল ট্রাকের সঙ্গে ধাক্কা খান। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।’
নিহতের বাবা আব্দুল খালেক বলেন, ‘আমার এক ছেলে ও এক মেয়ে। মেয়েকে বিয়ে দিয়েছি। অন্যের বাড়িতে দিনমজুরি করে ছেলেকে রাজশাহী কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করিয়েছি। কিছুদিন হলো একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নিয়ে ময়মনসিংহ জেলায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছিল। চাকরির সুবিধার্থে সে একটি মোটরসাইকেল কিনে। ছেলে বলত, আর কয়েক দিন পরই পরিবারের হাল ধরবে, আমার কষ্ট দূর হবে। কিন্তু সেই কষ্ট আর দূর হলো না। মায়ের কাছে ফোন করে বলেছিল, আমি বাড়ি আসছি। অথচ বাড়ি আসল, কিন্তু লাশ হয়ে।’
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক মশিউর রহমান বলেন, ‘রাস্তার কাজ করা বিটুমিনবোঝাই ট্রাকটি বিকল হয়ে যায়। সেই বিটুমিন অপসারণ করতে সন্ধ্যা হয়ে যায়। নিহতের বাবা বড়াইগ্রাম থানায় মামলা করেছেন।’
সারা দিন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উল্টে পড়ে ছিল একটি ট্রাক। রাতে সেই ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর এলাকার নুরে আলম ফিলিং স্টেশনের সামনের এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত যুবকের নাম সাখাওয়াত হোসেন (৩০)। তিনি বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর বেড়পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
নুরে আলম ফিলিং স্টেশনের মালিক আব্দুস সাত্তার বলেন, ‘বৃহস্পতিবার সকালে মহাসড়কে একটি ট্রাক উল্টে যায়। সারা দিন সেই ট্রাক রাস্তার ওপরেই ছিল। সন্ধ্যায় একজন মোটরসাইকেল আরোহী বুঝতে না পেরে বিকল ট্রাকের সঙ্গে ধাক্কা খান। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।’
নিহতের বাবা আব্দুল খালেক বলেন, ‘আমার এক ছেলে ও এক মেয়ে। মেয়েকে বিয়ে দিয়েছি। অন্যের বাড়িতে দিনমজুরি করে ছেলেকে রাজশাহী কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করিয়েছি। কিছুদিন হলো একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নিয়ে ময়মনসিংহ জেলায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছিল। চাকরির সুবিধার্থে সে একটি মোটরসাইকেল কিনে। ছেলে বলত, আর কয়েক দিন পরই পরিবারের হাল ধরবে, আমার কষ্ট দূর হবে। কিন্তু সেই কষ্ট আর দূর হলো না। মায়ের কাছে ফোন করে বলেছিল, আমি বাড়ি আসছি। অথচ বাড়ি আসল, কিন্তু লাশ হয়ে।’
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক মশিউর রহমান বলেন, ‘রাস্তার কাজ করা বিটুমিনবোঝাই ট্রাকটি বিকল হয়ে যায়। সেই বিটুমিন অপসারণ করতে সন্ধ্যা হয়ে যায়। নিহতের বাবা বড়াইগ্রাম থানায় মামলা করেছেন।’
গুরুত্বপূর্ণ ও ব্যস্ত হলেও বেহাল রাজধানীর দোলাইরপাড় থেকে যাত্রাবাড়ী মোড় পর্যন্ত সড়ক। এমনিতে অপ্রশস্ত সড়কটির বেশির ভাগ অংশই এখন ভাঙাচোরা, খানাখন্দে ভরা। সড়কজুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত। ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে হেলেদুলে চলাচল করছে যানবাহন।
১৯ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার আগে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমানটি মাত্র সাত মিনিট উড়েছিল। ২১ জুলাই বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর যুদ্ধবিমানটি ১টা ১৩ মিনিটে উত্তরার দিয়াবাড়িতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের একটি একাডেমিক ভবনে আছড়ে পড়ে।
১৯ মিনিট আগেগাইবান্ধায় তিস্তা ও ব্রহ্মপুত্রের ভাঙনে এর তীরবর্তী এলাকার বাসিন্দারা দিশেহারা হয়ে পড়েছে। সম্প্রতি হঠাৎ শুরু হওয়া এই ভাঙনে এরই মধ্যে তিন ফসলি জমি, ফলের বাগান, সড়ক এবং অর্ধশতাধিক বসতভিটাও নদীতে বিলীন হয়ে গেছে।
১ ঘণ্টা আগেগাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকস বিলে ঘুরতে গিয়ে গত শুক্রবার বিকেলে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়। এরপর একে একে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৪ ঘণ্টা আগে