Ajker Patrika

সোনা মসজিদ স্থলবন্দরে আজ থেকে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১০: ০৪
সোনা মসজিদ স্থলবন্দরে আজ থেকে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ শনিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পাঁচ দিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলু হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূজা উপলক্ষে আজ শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে। 

সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বলেন, দুর্গাপূজা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের জন্য ইমিগ্রেশন খোলা থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত