বগুড়া প্রতিনিধি
বগুড়ার গাবতলীতে মো. সিফাত (১৩) নামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে গলা টিপে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে স্থানীয় লোকজন গাবতলী পৌরসভার উঞ্চুরকী উত্তরপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করে।
সিফাত গাবতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উঞ্চুরকী উত্তরপাড়া গ্রামের হাফিজার রহমান মোল্লার ছেলে। সে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সিফাতের মৃত্যুকে গুরুত্ব দিয়ে রহস্য উদ্ঘাটনে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানিয়েছে, সিফাত মসজিদে ইফতার করার পর বাড়ি থেকে বের হয়। রাত ৯টার দিকে স্থানীয় লোকজন উঞ্চুরকী উত্তরপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন পুকুরপাড়ে সিফাতকে পড়ে থাকতে দেখে গাবতলী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন।
গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক আবুল বাশার বলেন, সিফাতকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার গলায় আঙুলের ছাপ ছিল।
সিফাতের মা রুলি বেগম বলেন, ‘সিফাত রোজা ছিল। মসজিদে ইফতার শেষে বাড়ি এসে আবার বেরিয়ে যায়। রাত ৯টায় তার লাশ পাওয়া যায়। ইমরান হোসেন হারু নামের এক হিজড়ার বাড়ির কাছে সিফাতের লাশ পড়ে ছিল। সিফাতকে হত্যা করা হয়েছে।’
বগুড়ার গাবতলীতে মো. সিফাত (১৩) নামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে গলা টিপে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে স্থানীয় লোকজন গাবতলী পৌরসভার উঞ্চুরকী উত্তরপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করে।
সিফাত গাবতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উঞ্চুরকী উত্তরপাড়া গ্রামের হাফিজার রহমান মোল্লার ছেলে। সে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সিফাতের মৃত্যুকে গুরুত্ব দিয়ে রহস্য উদ্ঘাটনে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানিয়েছে, সিফাত মসজিদে ইফতার করার পর বাড়ি থেকে বের হয়। রাত ৯টার দিকে স্থানীয় লোকজন উঞ্চুরকী উত্তরপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন পুকুরপাড়ে সিফাতকে পড়ে থাকতে দেখে গাবতলী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন।
গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক আবুল বাশার বলেন, সিফাতকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার গলায় আঙুলের ছাপ ছিল।
সিফাতের মা রুলি বেগম বলেন, ‘সিফাত রোজা ছিল। মসজিদে ইফতার শেষে বাড়ি এসে আবার বেরিয়ে যায়। রাত ৯টায় তার লাশ পাওয়া যায়। ইমরান হোসেন হারু নামের এক হিজড়ার বাড়ির কাছে সিফাতের লাশ পড়ে ছিল। সিফাতকে হত্যা করা হয়েছে।’
বাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
৫ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩২ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৩৮ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৪০ মিনিট আগে