প্রতিনিধি, কালাই (জয়পুরহাট)
কৃষিসমৃদ্ধ জয়পুরহাটের কালাই উপজেলা। এই উপজেলার আলুর সুনাম দেশ ছাড়িয়ে বিদেশেও। এ বছর কৃষকেরা ব্যবসায়ীদের আলু না দিয়ে উপজেলার মান্নান অ্যান্ড সন্স নামের একটি হিমাগারে রাখেন। কিন্তু কর্তৃপক্ষের নানা অবহেলায় আলু পচে গেছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, হিমাগারের সামনের সাইটের গেটের বাইরে প্রচুর পরিমাণে পচা আলু ফেলে রাখা হয়েছে। কৃষকেরা অভিযোগ করেন, ৯ হাজার ১০০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন মান্নান হিমাগারে চলতি মৌসুমে প্রায় ১০ হাজার মেট্রিক (২ লাখ ৫০ হাজার মণ) টন আলু সংরক্ষণ করা হয়েছে; যা প্রায় ১ লাখ ৫৩ হাজার ৯০০ বস্তা। কিন্তু ধারণক্ষমতার বেশি আলু রাখা, সংরক্ষণের জন্য হিমাগারে নির্দিষ্ট মানের তাপমাত্রা না রাখা ও খরচ বাঁচানোর জন্য বিদ্যুতের সুইচ বন্ধ করে দেওয়াসহ হিমাগার কর্তৃপক্ষের নানা অবহেলার কারণে আলু নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার উদয়পুরের আলুচাষি আব্দুল জালাল, আব্দুস সালাম ও জহুরুল ইসলাম জানান, হিমাগারে তাঁদের প্রায় ১ হাজার ২০০ বস্তা (প্রায় সাড়ে ৭২ মেট্রিক টন) রুমানা ও গ্রানুলা জাতের বড় ও বীজ আলু সংরক্ষণের জন্য জমা রাখা হয়েছে।আলু পচে গেছে বলে কিছুদিন আগে তাঁদের খবর দেওয়া হয়। হিমাগার থেকে ওই আলু বের করার পর দেখা যায়, সেগুলো পচে গেছে। কিন্তু আলুর টাকা হিমাগার কর্তৃপক্ষ দেয়নি বলে অভিযোগ করেন তাঁরা।
হিমাগারে অবস্থানরত কৃষক ও ব্যবসায়ীরা জানান, হিমাগারে ভালো আলু রাখার পর এখন কর্তৃপক্ষ তাঁদের আলু পচে যাওয়ার কথা বলছে। সামনে কোরবানির ঈদে লাভের আশায় হিমাগারে আলু রেখেছেন তাঁরা। কিন্তু বর্তমান আলুর যে বাজার এতে করে বস্তাপ্রতি ২৫০-৩০০ টাকা লোকসান গুনতে হচ্ছে। আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন। ন্যায্যমূল্য পাওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুল ইসলাম বলেন, ‘আমার ওয়ার্ডের মধ্যে এই আলুর হিমাগার। এলাকার কৃষকেরা সবাই বলছেন, প্রচুর আলু নষ্ট হয়ে গেছে এবং বিষয়টি আমি নিজেও জানি। তিনি কোম্পানির কাছে কৃষকের আলুর ক্ষতিপূরণের দাবি জানান।
মান্নান অ্যান্ড সন্স হিমাগারের ব্যবস্থাপক আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, কেউ যদি খারাপ মানের আলু রাখে তাহলে সেটা ভেতরে ভালো হবে না। স্টোরের ভেতরে একটু একটু পচা হতেই পারে। তিনি আরও বলেন, পেপারিং করেন।
কৃষিসমৃদ্ধ জয়পুরহাটের কালাই উপজেলা। এই উপজেলার আলুর সুনাম দেশ ছাড়িয়ে বিদেশেও। এ বছর কৃষকেরা ব্যবসায়ীদের আলু না দিয়ে উপজেলার মান্নান অ্যান্ড সন্স নামের একটি হিমাগারে রাখেন। কিন্তু কর্তৃপক্ষের নানা অবহেলায় আলু পচে গেছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, হিমাগারের সামনের সাইটের গেটের বাইরে প্রচুর পরিমাণে পচা আলু ফেলে রাখা হয়েছে। কৃষকেরা অভিযোগ করেন, ৯ হাজার ১০০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন মান্নান হিমাগারে চলতি মৌসুমে প্রায় ১০ হাজার মেট্রিক (২ লাখ ৫০ হাজার মণ) টন আলু সংরক্ষণ করা হয়েছে; যা প্রায় ১ লাখ ৫৩ হাজার ৯০০ বস্তা। কিন্তু ধারণক্ষমতার বেশি আলু রাখা, সংরক্ষণের জন্য হিমাগারে নির্দিষ্ট মানের তাপমাত্রা না রাখা ও খরচ বাঁচানোর জন্য বিদ্যুতের সুইচ বন্ধ করে দেওয়াসহ হিমাগার কর্তৃপক্ষের নানা অবহেলার কারণে আলু নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার উদয়পুরের আলুচাষি আব্দুল জালাল, আব্দুস সালাম ও জহুরুল ইসলাম জানান, হিমাগারে তাঁদের প্রায় ১ হাজার ২০০ বস্তা (প্রায় সাড়ে ৭২ মেট্রিক টন) রুমানা ও গ্রানুলা জাতের বড় ও বীজ আলু সংরক্ষণের জন্য জমা রাখা হয়েছে।আলু পচে গেছে বলে কিছুদিন আগে তাঁদের খবর দেওয়া হয়। হিমাগার থেকে ওই আলু বের করার পর দেখা যায়, সেগুলো পচে গেছে। কিন্তু আলুর টাকা হিমাগার কর্তৃপক্ষ দেয়নি বলে অভিযোগ করেন তাঁরা।
হিমাগারে অবস্থানরত কৃষক ও ব্যবসায়ীরা জানান, হিমাগারে ভালো আলু রাখার পর এখন কর্তৃপক্ষ তাঁদের আলু পচে যাওয়ার কথা বলছে। সামনে কোরবানির ঈদে লাভের আশায় হিমাগারে আলু রেখেছেন তাঁরা। কিন্তু বর্তমান আলুর যে বাজার এতে করে বস্তাপ্রতি ২৫০-৩০০ টাকা লোকসান গুনতে হচ্ছে। আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন। ন্যায্যমূল্য পাওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুল ইসলাম বলেন, ‘আমার ওয়ার্ডের মধ্যে এই আলুর হিমাগার। এলাকার কৃষকেরা সবাই বলছেন, প্রচুর আলু নষ্ট হয়ে গেছে এবং বিষয়টি আমি নিজেও জানি। তিনি কোম্পানির কাছে কৃষকের আলুর ক্ষতিপূরণের দাবি জানান।
মান্নান অ্যান্ড সন্স হিমাগারের ব্যবস্থাপক আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, কেউ যদি খারাপ মানের আলু রাখে তাহলে সেটা ভেতরে ভালো হবে না। স্টোরের ভেতরে একটু একটু পচা হতেই পারে। তিনি আরও বলেন, পেপারিং করেন।
নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় ট্রাকচালক মো. মহির উদ্দিনকে ( ৩০) গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প থেকে জানানো হয়।
১ ঘণ্টা আগেআজ ২৩ জুলাই, ২০২৫। ২০০২ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলে ছাত্রীদের ওপর তৎকালীন পুলিশ বাহিনী বর্বরোচিত হামলা চালায়। পূর্ববর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হল প্রাধ্যক্ষকে সরানোর ঘটনাকে কেন্দ্র করে সেদিন গভীর রাতে শামসুন্নাহার হলের গেট ভেঙে সাধারণ ছাত্রীদের ওপর এই হামলা চালান
২ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘অনেকে ভাবছেন, আমাদের লড়াই শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের সামনে দীর্ঘ পথ, দীর্ঘ লড়াই। সেই পথে আমাদের ঐক্যবদ্ধভাবে এগোতে হবে।’
২ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দরে তিন বছর আগে মিথ্যা ঘোষণায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিগারেট আমদানির ঘটনায় একটি ব্যাগ ও লাগেজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভারতীয় চার কর্মকর্তাকে আসামি করে মামলা করেছিল কাস্টমস কর্তৃপক্ষ। তদন্তে ওই আমদানির সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহত
২ ঘণ্টা আগে