Ajker Patrika

লালপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

লালপুর ও বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২২, ১২: ৪৯
লালপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নাটোরের লালপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে বনপাড়া-পাবনা সড়কে উপজেলার কদমচিলান ইউনিয়নের ক্লিকমোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন পিকআপের চালক টাঙ্গাইল সদরের বিল গারিন্দা গ্রামের মো. রমজান আলীর ছেলে আপন মিয়া (২০) ও হেলপার বাশাইল পশ্চিমপাড়া গ্রামের হাজি মঞ্জুর ছেলে মোয়াজ্জেম হোসেন (৩০)। 

বনপাড়া হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে বনপাড়া-পাবনা মহাসড়কের লালপুরের কদিমচিলান ইউনিয়নের ক্লিকমোড় নামক স্থানে পঞ্চগড় থেকে বরিশালগামী গোল্ডেন লাইন বাস ও পাবনা থেকে টাঙ্গাইলগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপের চালক ও হেলপার হাতে-পায়ে আঘাতপ্রাপ্ত হন এবং রক্তাক্ত জখম অবস্থায় পিকআপের মধ্যে আটকে থাকেন। 

খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানার পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িতে আটকে থাকা দুজনকে উদ্ধার করেন। পরে চালক আপন মিয়াকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অন্যদিকে, হেলপার মোয়াজ্জেম হোসেনকে আমিনা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। 

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। 

উপপরিদর্শক আরও বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত