Ajker Patrika

রাজশাহী সিটি নির্বাচন: ১৫৫ ভোটকেন্দ্রের ১৪৮টিই ঝুঁকিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৮ জুন ২০২৩, ২১: ১৮
রাজশাহী সিটি নির্বাচন: ১৫৫ ভোটকেন্দ্রের ১৪৮টিই ঝুঁকিপূর্ণ

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে এবার ১৫৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ১৪৮টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এসব কেন্দ্রের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা থাকবে।

রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা করা হয়েছে। এতে ১৫৫টি কেন্দ্রের মধ্যে ১৪৮ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করতে সে অনুযায়ী প্রস্তুতি রাখা হচ্ছে। 

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, কেন্দ্রে কেন্দ্রে এখন সিসি ক্যামেরা লাগানোর কাজ চলছে। এর মাধ্যমে ঢাকা থেকেই নির্বাচন কমিশনের কর্মকর্তারা সরাসরি ভোট গ্রহণ পর্যবেক্ষণ করবেন। কোথাও বিশৃঙ্খলা হলে তাৎক্ষণিক ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হবে। 

২১ জুন রাজশাহী সিটি নির্বাচনের ভোট গ্রহণ। ১৫৫টি ভোটকেন্দ্রে ১ হাজার ১৫৩টি কক্ষে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে এবার ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন। পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ১৮৫ জন। আর নারী ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। ৩০ হাজার ১৫৭ জন নতুন ভোটার এবার ভোট দেবেন। 

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান বলেন, ‘ভোটের দিন সব কেন্দ্রই গুরুত্বপূর্ণ। কিছু কিছু কেন্দ্রের গুরুত্ব একটু বেশি থাকে। এসব কেন্দ্রে ছয় থেকে সাতজন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া আনসার সদস্যরাও কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।’ 

র‍্যাব-৫-এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, ইতিমধ্যে ভোটের মাঠে র‍্যাব নেমেছে। ভোটের দিন স্ট্রাইকার ফোর্স হিসেবে ২৫০ জন র‍্যাব সদস্য মাঠে থাকবেন। কোথাও বিশৃঙ্খলা দেখা দিলে র‍্যাব সদস্যরা সেখানে যাবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন। এর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও মাঠে থাকবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত