Ajker Patrika

রাজশাহীতে লাইন ভাঙা, পৌনে এক ঘণ্টা পর সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৪: ২৭
রাজশাহীতে লাইন ভাঙা, পৌনে এক ঘণ্টা পর সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

বাঘার আড়ানী রেলব্রিজের পশ্চিমে বাগমারীতে রেললাইন ভাঙা থাকায় সারা দেশের সঙ্গে রাজশাহীর পৌনে এক ঘণ্টার মতো ট্রেন চলাচল বন্ধ ছিল। রেললাইন মেরামতের পর পুনরায় চলাচল স্বাভাবিক হয়। আজ সোমবার সকালে রেললাইন ভাঙা থাকার বিষয়টি নজরে আসে। এ কারণে সকাল ৮টা ৫২ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিট পর্যন্ত রেল চলাচল বন্ধ ছিল। আড়ানী স্টেশনমাস্টার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

রেলওয়ে সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে সিল্কসিটি এক্সপ্রেস ছেড়ে যায়। এ সময় রেললাইন চেক করতে গিয়ে খালাসি মিলন হোসেন লাইন ভাঙা দেখতে পান। পরে তিনি লাল নিশান টানিয়ে ভাঙা জায়গাটির আগেই ট্রেনটি থামিয়ে দেন। ঈশ্বরদী থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটিও আড়ানী স্টেশনে দাঁড়িয়ে ছিল। এরপর রেললাইন মেরামতের পর সারা দেশের সঙ্গে রাজশাহী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিকভাবে শুরু করে। 

আড়ানী স্টেশনমাস্টার মোশাররফ হোসেন বলেন, সকাল ৮টা ৫২ মিনিটে আড়ানী স্টেশন ক্রস করার কথা ছিল সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটির। কিন্তু বড়াল নদে নির্মিত রেলব্রিজের পশ্চিমে রেললাইন ভাঙার কারণে স্টেশনের অদূরে রেললাইনে কাজ করা খালাসিরা নিশান উড়িয়ে ট্রেন থামিয়ে দেন। মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত