কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় মাংস কাটতে গিয়ে প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পশু জবাই ও মাংস কাটতে গিয়ে হাত কেটে চিকিৎসা নিতে প্রায় ১০০ মানুষ এসেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও অনেকেই ভর্তি হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। কেউ গরু কোরবানি করতে গিয়ে লাথি খেয়ে আঘাত পেয়েছেন, কারও হাত বা আঙুল কেটে গেছে।
গত শনিবার (৭ জুন) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এসব রোগী চিকিৎসাসেবা নিতে এসেছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক পূজা মিত্র।
এই চিকিৎসক বলেন, শনিবার রাত ১০টা পর্যন্ত ৮০ থেকে ১০০ জন রোগী এসেছেন হাসপাতালে চিকিৎসাসেবা নিতে। তাঁদের মধ্যে বেশির ভাগই কোরবানির পশুর মাংস কাটতে গিয়ে হাত বা আঙুল কেটেছেন, অনেকেই গরু জবাই করতে গিয়ে আঘাত পেয়েছেন। কয়েকজনকে আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।
হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসা নেওয়াদের অধিকাংশই মৌসুমি কসাই। সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা ও আশপাশের এলাকা থেকে কোরবানি দিতে এবং মাংস কাটতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাত পেয়ে চিকিৎসা নিতে এসেছেন এসব ব্যক্তি।
চাতরী এলাকার শেখ আবদুল্লাহ নামে চিকিৎসা নিতে আসা এক যুবক বলেন, কোরবানির পশু জবাই শেষে মাংস কাটতে গিয়ে ‘অসাবধানতাবশত’ হাত কেটে গেছে। হাতে তিনটি সেলাই হয়েছে। চিকিৎসা নিতে আসা সবার একই কাণ্ড বলে মন্তব্য করেন তিনি।
চট্টগ্রামের আনোয়ারায় মাংস কাটতে গিয়ে প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পশু জবাই ও মাংস কাটতে গিয়ে হাত কেটে চিকিৎসা নিতে প্রায় ১০০ মানুষ এসেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও অনেকেই ভর্তি হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। কেউ গরু কোরবানি করতে গিয়ে লাথি খেয়ে আঘাত পেয়েছেন, কারও হাত বা আঙুল কেটে গেছে।
গত শনিবার (৭ জুন) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এসব রোগী চিকিৎসাসেবা নিতে এসেছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক পূজা মিত্র।
এই চিকিৎসক বলেন, শনিবার রাত ১০টা পর্যন্ত ৮০ থেকে ১০০ জন রোগী এসেছেন হাসপাতালে চিকিৎসাসেবা নিতে। তাঁদের মধ্যে বেশির ভাগই কোরবানির পশুর মাংস কাটতে গিয়ে হাত বা আঙুল কেটেছেন, অনেকেই গরু জবাই করতে গিয়ে আঘাত পেয়েছেন। কয়েকজনকে আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।
হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসা নেওয়াদের অধিকাংশই মৌসুমি কসাই। সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা ও আশপাশের এলাকা থেকে কোরবানি দিতে এবং মাংস কাটতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাত পেয়ে চিকিৎসা নিতে এসেছেন এসব ব্যক্তি।
চাতরী এলাকার শেখ আবদুল্লাহ নামে চিকিৎসা নিতে আসা এক যুবক বলেন, কোরবানির পশু জবাই শেষে মাংস কাটতে গিয়ে ‘অসাবধানতাবশত’ হাত কেটে গেছে। হাতে তিনটি সেলাই হয়েছে। চিকিৎসা নিতে আসা সবার একই কাণ্ড বলে মন্তব্য করেন তিনি।
ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইন্যান্সের মাধ্যমে ডলার কেনার নামে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৫ আগস্ট) গুলশানে সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে কোটি টাকার জাল নোটসহ রুবেল আহম্মদ (৩৮) ও তাপস বাড়ৈকে (৩০) গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগেখাগড়াছড়ি সদর সেনা জোন কর্তৃক আর্থিক সহায়তা ও ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে। আজ বুধবার (৬ আগস্ট) সকালে খাগড়াছড়ি জোনের বাগানবিলাসে জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম এ মানবিক সহায়তা দেন।
২৯ মিনিট আগেসুনামগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তিনজন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (৬ জুলাই) দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কে উপজেলার বাহাদুরপুর গ্রামের পাশে এই ঘটনা ঘটে। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন...
৪১ মিনিট আগেচট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি বিদ্যালয়ে সভাপতি পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ আলীকে অব্যাহতি দিয়েছে শিক্ষা বোর্ড। সভাপতি হওয়ার ক্ষেত্রে জাল সনদ ব্যবহার করার কারণে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৬ আগস্ট) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেমের সই করা এক আদেশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
১ ঘণ্টা আগে