Ajker Patrika

সঠিক সময়ে প্রশ্নপত্র না দেওয়ার ২ শিক্ষককে অব্যাহতি

বগুড়া প্রতিনিধি
সঠিক সময়ে প্রশ্নপত্র না দেওয়ার ২ শিক্ষককে অব্যাহতি

বগুড়ার সোনাতলা উপজেলায় এসএসসি পরীক্ষায় সঠিক সময়ে প্রশ্নপত্র না দেওয়ার অভিযোগে দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া দুই শিক্ষক হলেন-সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুবক্কর সিদ্দিক এবং লুৎফর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান সাবু চৌধুরী। 

অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ওই দুই শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে কেন্দ্র সচিবকে নির্দেশনা দেন সোনাতলা ইউএনও সাদিয়া আফরিন।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে পদার্থ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর প্রথমেই পরীক্ষার্থীরা নৈর্ব্যক্তিক পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার্থীদের ২৫টি নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে ১২ টির উত্তর দিতে হয়। এ জন্য পরীক্ষার্থীরা সময় পায় ১৫ মিনিট। অপরদিকে রচনামূলক ৮টি প্রশ্নের মধ্যে পরীক্ষার্থীদের উত্তর করতে হয়েছে দুটি প্রশ্নের। এ জন্য পরীক্ষার্থীরা সময় পায় ১ ঘণ্টা ১৫ মিনিট। মোট দেড় ঘণ্টার সময় পায় পরীক্ষার্থীরা।  

বগুড়ার সোনাতলা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ১০৩ নং কক্ষে বালুয়াহাট উচ্চ বিদ্যালয়, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও শিচারপাড়া বুলজান উচ্চ বিদ্যালয়ের ৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ওই কক্ষে উপজেলার লুৎফর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান মো. সাবু মিয়া ও সোনাতলা সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. পল্লব মিয়া কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন। ওই দুই শিক্ষকের বিরুদ্ধে ওই কক্ষে থাকা পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে কেন্দ্র সচিবের কক্ষের সামনে এসে সঠিক সময়ে প্রশ্নপত্র সরবরাহ না করার অভিযোগ তোলে। এ সময় পরীক্ষার্থীরা ফল বিপর্যয়ের আশঙ্কায় কান্নায় ভেঙে পড়ে। একপর্যায়ে ওই কেন্দ্রের কেন্দ্র সচিব মতিয়ার রহমান এসে তাদের সান্ত্বনা দেন। 

এ বিষয়ে ওই কক্ষের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরীক্ষার্থী জানায়, দায়িত্ব পালনকারী শিক্ষকেরা নির্ধারিত সময়ে নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরপত্র (ওএমআর শিট) গ্রহণ করেননি। এ ছাড়া সৃজনশীল প্রশ্নপত্র সঠিক সময়ে সরবরাহ করেননি। এ ছাড়া প্রশ্নপত্র দিতে শিক্ষকেরা গড়িমসি করেছেন। 

একটি সূত্রে জানা গেছে, ওই কক্ষের পরীক্ষার্থীরা নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র পাওয়ার পর বাইরে থেকে উত্তরপত্র পাওয়ার আশঙ্কায় ওএমআর শিট পূরণে গড়িমসি করছিল। অপরদিকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা শিক্ষার্থীদের উত্তরপত্র (ওএমআর শিট) নিতে দেরি ও সৃজনশীল প্রশ্নপত্র দেরিতে দেওয়ায় এমনটি ঘটনা ঘটেছে বলে জানা গেছে।  

এ বিষয়ে সোনাতলা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. মতিয়ার রহমান জানান, সংশ্লিষ্ট কক্ষে দায়িত্বপ্রাপ্ত দুজন নতুন শিক্ষক। পরীক্ষা পরিচালনা বিষয়ে তাঁদের পূর্ব অভিজ্ঞতা ছিল না। সময় ও মান বণ্টন সম্পর্কেও তাঁদের ধারণা নেই। এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে ওই দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান হাবীবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নির্ধারিত একটি কক্ষে পরীক্ষার্থীদের প্রশ্ন দিতে দেরি করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, পরবর্তী পরীক্ষায় ওই দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

এ বিষয়ে ইউএনও সাদিয়া আফরিন বলেন, বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে আমি সংশ্লিষ্ট কেন্দ্রে যাই এবং ওই দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্র সচিবকে নির্দেশনা দিই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত