Ajker Patrika

রাবিতে ছাত্রলীগের রাতভর সংঘর্ষ: আজ বৈঠকে বসছে হল প্রশাসন

রাবি প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২৪, ১৬: ১৮
Thumbnail image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনা তদন্তে কোনো কমিটি গঠন করেনি হল প্রশাসন। আজ সোমবার দুপুরে হল প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

অধ্যাপক জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করিনি। তবে আজ বিকেলে আমরা হল প্রশাসন মিটিং করব। সেখানে সব ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করব। আশা করছি, সেই কমিটির তদন্তে প্রকৃত ঘটনা উঠে আসবে।’

হল প্রাধ্যক্ষ আরও বলেন, ‘হলে ইতিমধ্যে আরও দুটি ঘটনা ঘটেছে। আমাদের এক কর্মচারীকে মারধর ও সেই সিসিটিভি ফুটেজ নষ্ট করার জন্য আতিক আমাকে হুমকি দিয়েছে। আমরা মিটিংয়ে এ বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করব এবং এ ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুপারিশ করব।’

রাবিতে শনিবার রাতে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকাপ্রসঙ্গত, গত শনিবার রাত ১১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এক পক্ষ অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে। অপর পক্ষ মাদার বখ্শ হলের দিকে অবস্থান নিয়ে এই হামলা চালায়। 

সংঘর্ষে জড়ায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু এবং শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সভাপতি নিয়াজ মোর্শেদের পক্ষ। তবে সংঘর্ষ চলাকালে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের অনুসারীদের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর হয়ে হামলা চালাতে দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত