Ajker Patrika

দুই ব্যবসায়ীর গুদাম থেকে ২০ মেট্রিক টন সরকারি চাল জব্দ

চারঘাট ও বাঘা (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৬: ১৯
দুই ব্যবসায়ীর গুদাম থেকে ২০ মেট্রিক টন সরকারি চাল জব্দ

রাজশাহীর চারঘাট উপজেলার কাঁকড়ামারী বাজারে দুই চাল ব্যবসায়ীর গুদাম থেকে ২০ মেট্রিক টন (৬৬৭ বস্তা) সরকারি চাল জব্দ করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাঘা থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে।

অভিযানে কাঁকড়ামারী বাজারের মেম্বার চাল আড়ত থেকে ৩৬০ বস্তা এবং পার্শ্ববর্তী বিলাল খাদ্য ভান্ডার থেকে ৩০৭ বস্তা চাল ও একটি ট্রাক (রেজিঃ ঢাকা মেট্রো ট-১৪৭৫৭৯) জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেম্বার চাল আড়তের মালিক মোস্তাকিন মেম্বার ও বিলাল খাদ্য ভান্ডারের মালিক শমশের আলীকে আটক করেছে পুলিশ।

বাঘা থানার পুলিশ জানায়, বাঘা খাদ্যগুদাম থেকে কালোবাজারে বিক্রি হওয়া সরকারি চাল ট্রাকযোগে পার্শ্ববর্তী চারঘাট উপজেলার ব্যবসায়ীর গুদামে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বাঘা থানার পুলিশ চারঘাটের কাঁকরামারী বাজারের দুটি চালের গুদামে অভিযান চালায়। চাল সরকারি বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় প্যাকেটজাত করার সময় দুই গুদাম থেকে ২০টন (৬৬৭ বস্তা) চাল জব্দ করা হয়। অভিযুক্ত দুই ব্যবসায়ী বাঘা খাদ্য গোডাউনের অসাধু চক্রের কাছে থেকে এসব সরকারি চাল কিনে বিক্রির উদ্দেশ্যে নিজ গুদামে মজুত করছিলেন বলে পুলিশ জানায়। 

অভিযুক্ত মোস্তাকিন আলী ও শমশের আলী বলেন, তাঁরা দুজন বাঘা খাদ্য গোডাউনের কর্মচারী আব্দুল হালিমের মাধ্যমে ২০ টন (৬৬৭ বস্তা) চাল ক্রয় করেন। ট্রাকে করে সেই চাল আড়তে এনে সকাল থেকে সরকারি বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় প্যাকেটজাত করছিলেন। 

তবে বাঘা উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা শামসুন্নাহার বলেন, ‘চারঘাটে সরকারি চাল আটক হয়েছে শুনেছি। তবে ওই চাল আমাদের গোডাউনের না। অন্য কোনো গোডাউনের হতে পারে।’

এদিকে চাল জব্দের বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম বলেন, চালগুলো গোডাউনের সরকারি চাল। কালোবাজার থেকে ওই ব্যবসায়ীরা এসব চাল কেনেন। চালের বস্তায় সরকারি সিলও আছে। কিছু বস্তা পরিবর্তনও করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বাঘা থানায় একটি মামলা দায়ের করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত