চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চার দিন ধরে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারে। তেলের পর এবার পেঁয়াজের দাম। আমদানি বন্ধ হওয়ার এক সপ্তাহের ব্যবধানে ২০ টাকা কেজি মূল্যের ভারতীয় পেঁয়াজ ৩২ থেকে ৩৫ টাকা ও ২৫ টাকা মূল্যের দেশি পেঁয়াজের দাম ৪৫ টাকায় দাঁড়িয়েছে।
সোনামসজিদ স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, সবশেষ ৫ মে এই স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। এরপর থেকে বন্ধ রয়েছে আমদানি। আমদানিকারকেরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির আগের ইমপোর্ট পারমিটের (আইপি) মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে আইপি না পাওয়ায় কয়েক দিন ধরে আমদানি বন্ধ আছে।
শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার, নিউমার্কেট কাঁচাবাজারসহ কয়েকটি বাজার ও দোকানে খোঁজ নিয়ে জানা যায়, পাঁচ দিনের ব্যবধানে খুচরা প্রতি কেজি পেঁয়াজের দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এখন বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকায় এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। যদিও কয়েক দিন আগে এই পণ্যের দাম ছিল ২০ থেকে ২৫ টাকা কেজি।
আড়তে পেঁয়াজ কিনতে আসা আব্দুল বারি বলেন, ‘ঈদের আগে আড়তে পেঁয়াজের দাম ছিল ১৮ থেকে ২০ টাকা কেজি। এখন আমাদের ২৮ থেকে ৩০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। আমরা অন্য বাজারে ৩২ থেকে ৩৫ টাকা কেজি খুচরা বিক্রি করছি। দেশি পেঁয়াজের দাম কেজিতে আরও ১০ টাকা বেশি।’
পুরাতন বাজারের ব্যবসায়ী শামীম বলেন, ‘হঠাৎ করেই পেঁয়াজের দামটা বেড়ে গেছে। ভারত থেকে আমদানি বন্ধ হওয়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। আমদানি শুরু হলে আবারও দাম কমে যাবে বলে আশা করছি।’
সোনামসজিদ স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক সাজ্জাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মাসুদ রানা বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য আমাদের যেসব ইমপোর্ট পারমিট নেওয়া ছিল সেগুলোর মেয়াদ ছিল ৫ মে পর্যন্ত। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ থেকে ৪ মে পর্যন্ত চার দিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। যে কারণে ওই সময়ের মধ্যে বাড়তি পরিমাণে পেঁয়াজ আমদানির ইচ্ছা থাকলেও সম্ভব হয়নি। সবশেষ ৫ মে প্রায় ২০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছি। সরকার পেঁয়াজ আমদানির জন্য ইমপোর্ট পারমিট দিলেই বাজারে দাম স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।’
এদিকে পেঁয়াজ আমদানির জন্য অনুমতি চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে বলে জানান আমদানিকারকেরা। তাঁরা বলছেন, এখন পর্যন্ত অনুমোদন দেওয়া হয়নি। কবে দেওয়া হবে কিংবা দেওয়া হবে কি না, সে ব্যাপারেও কর্তৃপক্ষ কিছু বলছে না। সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলেও জানান আমদানিকারকেরা।
সোনামসজিদ স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বশর্মা বলেন, বন্দর দিয়ে ৫ মে পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত ছিল। এরপর থেকে বন্দর দিয়ে আর পেঁয়াজ আমদানি হয়নি।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চার দিন ধরে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারে। তেলের পর এবার পেঁয়াজের দাম। আমদানি বন্ধ হওয়ার এক সপ্তাহের ব্যবধানে ২০ টাকা কেজি মূল্যের ভারতীয় পেঁয়াজ ৩২ থেকে ৩৫ টাকা ও ২৫ টাকা মূল্যের দেশি পেঁয়াজের দাম ৪৫ টাকায় দাঁড়িয়েছে।
সোনামসজিদ স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, সবশেষ ৫ মে এই স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। এরপর থেকে বন্ধ রয়েছে আমদানি। আমদানিকারকেরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির আগের ইমপোর্ট পারমিটের (আইপি) মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে আইপি না পাওয়ায় কয়েক দিন ধরে আমদানি বন্ধ আছে।
শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার, নিউমার্কেট কাঁচাবাজারসহ কয়েকটি বাজার ও দোকানে খোঁজ নিয়ে জানা যায়, পাঁচ দিনের ব্যবধানে খুচরা প্রতি কেজি পেঁয়াজের দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এখন বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকায় এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। যদিও কয়েক দিন আগে এই পণ্যের দাম ছিল ২০ থেকে ২৫ টাকা কেজি।
আড়তে পেঁয়াজ কিনতে আসা আব্দুল বারি বলেন, ‘ঈদের আগে আড়তে পেঁয়াজের দাম ছিল ১৮ থেকে ২০ টাকা কেজি। এখন আমাদের ২৮ থেকে ৩০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। আমরা অন্য বাজারে ৩২ থেকে ৩৫ টাকা কেজি খুচরা বিক্রি করছি। দেশি পেঁয়াজের দাম কেজিতে আরও ১০ টাকা বেশি।’
পুরাতন বাজারের ব্যবসায়ী শামীম বলেন, ‘হঠাৎ করেই পেঁয়াজের দামটা বেড়ে গেছে। ভারত থেকে আমদানি বন্ধ হওয়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। আমদানি শুরু হলে আবারও দাম কমে যাবে বলে আশা করছি।’
সোনামসজিদ স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক সাজ্জাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মাসুদ রানা বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য আমাদের যেসব ইমপোর্ট পারমিট নেওয়া ছিল সেগুলোর মেয়াদ ছিল ৫ মে পর্যন্ত। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ থেকে ৪ মে পর্যন্ত চার দিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। যে কারণে ওই সময়ের মধ্যে বাড়তি পরিমাণে পেঁয়াজ আমদানির ইচ্ছা থাকলেও সম্ভব হয়নি। সবশেষ ৫ মে প্রায় ২০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছি। সরকার পেঁয়াজ আমদানির জন্য ইমপোর্ট পারমিট দিলেই বাজারে দাম স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।’
এদিকে পেঁয়াজ আমদানির জন্য অনুমতি চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে বলে জানান আমদানিকারকেরা। তাঁরা বলছেন, এখন পর্যন্ত অনুমোদন দেওয়া হয়নি। কবে দেওয়া হবে কিংবা দেওয়া হবে কি না, সে ব্যাপারেও কর্তৃপক্ষ কিছু বলছে না। সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলেও জানান আমদানিকারকেরা।
সোনামসজিদ স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বশর্মা বলেন, বন্দর দিয়ে ৫ মে পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত ছিল। এরপর থেকে বন্দর দিয়ে আর পেঁয়াজ আমদানি হয়নি।
ঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
২৮ মিনিট আগেবরগুনার তালতলি উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মোটরসাইকেল চালক আরাফাত খানকে (২২) কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা হাবিব উল্লাহ গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার কচুপাত্রা পুরাতন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
৩২ মিনিট আগেসীমান্ত হত্যা বন্ধে দফায় দফায় বাংলাদেশ ও ভারতের উচ্চপর্যায়ের বৈঠকে প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গত ১৫ বছরে কেবল যশোরের শার্শা-বেনাপোল সীমান্তেই বাহিনীটির হাতে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন ৪১ বাংলাদেশি। এ সময় পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন
৩৯ মিনিট আগেসুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন।
১ ঘণ্টা আগে