চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চার দিন ধরে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারে। তেলের পর এবার পেঁয়াজের দাম। আমদানি বন্ধ হওয়ার এক সপ্তাহের ব্যবধানে ২০ টাকা কেজি মূল্যের ভারতীয় পেঁয়াজ ৩২ থেকে ৩৫ টাকা ও ২৫ টাকা মূল্যের দেশি পেঁয়াজের দাম ৪৫ টাকায় দাঁড়িয়েছে।
সোনামসজিদ স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, সবশেষ ৫ মে এই স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। এরপর থেকে বন্ধ রয়েছে আমদানি। আমদানিকারকেরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির আগের ইমপোর্ট পারমিটের (আইপি) মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে আইপি না পাওয়ায় কয়েক দিন ধরে আমদানি বন্ধ আছে।
শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার, নিউমার্কেট কাঁচাবাজারসহ কয়েকটি বাজার ও দোকানে খোঁজ নিয়ে জানা যায়, পাঁচ দিনের ব্যবধানে খুচরা প্রতি কেজি পেঁয়াজের দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এখন বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকায় এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। যদিও কয়েক দিন আগে এই পণ্যের দাম ছিল ২০ থেকে ২৫ টাকা কেজি।
আড়তে পেঁয়াজ কিনতে আসা আব্দুল বারি বলেন, ‘ঈদের আগে আড়তে পেঁয়াজের দাম ছিল ১৮ থেকে ২০ টাকা কেজি। এখন আমাদের ২৮ থেকে ৩০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। আমরা অন্য বাজারে ৩২ থেকে ৩৫ টাকা কেজি খুচরা বিক্রি করছি। দেশি পেঁয়াজের দাম কেজিতে আরও ১০ টাকা বেশি।’
পুরাতন বাজারের ব্যবসায়ী শামীম বলেন, ‘হঠাৎ করেই পেঁয়াজের দামটা বেড়ে গেছে। ভারত থেকে আমদানি বন্ধ হওয়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। আমদানি শুরু হলে আবারও দাম কমে যাবে বলে আশা করছি।’
সোনামসজিদ স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক সাজ্জাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মাসুদ রানা বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য আমাদের যেসব ইমপোর্ট পারমিট নেওয়া ছিল সেগুলোর মেয়াদ ছিল ৫ মে পর্যন্ত। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ থেকে ৪ মে পর্যন্ত চার দিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। যে কারণে ওই সময়ের মধ্যে বাড়তি পরিমাণে পেঁয়াজ আমদানির ইচ্ছা থাকলেও সম্ভব হয়নি। সবশেষ ৫ মে প্রায় ২০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছি। সরকার পেঁয়াজ আমদানির জন্য ইমপোর্ট পারমিট দিলেই বাজারে দাম স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।’
এদিকে পেঁয়াজ আমদানির জন্য অনুমতি চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে বলে জানান আমদানিকারকেরা। তাঁরা বলছেন, এখন পর্যন্ত অনুমোদন দেওয়া হয়নি। কবে দেওয়া হবে কিংবা দেওয়া হবে কি না, সে ব্যাপারেও কর্তৃপক্ষ কিছু বলছে না। সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলেও জানান আমদানিকারকেরা।
সোনামসজিদ স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বশর্মা বলেন, বন্দর দিয়ে ৫ মে পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত ছিল। এরপর থেকে বন্দর দিয়ে আর পেঁয়াজ আমদানি হয়নি।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চার দিন ধরে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারে। তেলের পর এবার পেঁয়াজের দাম। আমদানি বন্ধ হওয়ার এক সপ্তাহের ব্যবধানে ২০ টাকা কেজি মূল্যের ভারতীয় পেঁয়াজ ৩২ থেকে ৩৫ টাকা ও ২৫ টাকা মূল্যের দেশি পেঁয়াজের দাম ৪৫ টাকায় দাঁড়িয়েছে।
সোনামসজিদ স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, সবশেষ ৫ মে এই স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। এরপর থেকে বন্ধ রয়েছে আমদানি। আমদানিকারকেরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির আগের ইমপোর্ট পারমিটের (আইপি) মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে আইপি না পাওয়ায় কয়েক দিন ধরে আমদানি বন্ধ আছে।
শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার, নিউমার্কেট কাঁচাবাজারসহ কয়েকটি বাজার ও দোকানে খোঁজ নিয়ে জানা যায়, পাঁচ দিনের ব্যবধানে খুচরা প্রতি কেজি পেঁয়াজের দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এখন বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকায় এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। যদিও কয়েক দিন আগে এই পণ্যের দাম ছিল ২০ থেকে ২৫ টাকা কেজি।
আড়তে পেঁয়াজ কিনতে আসা আব্দুল বারি বলেন, ‘ঈদের আগে আড়তে পেঁয়াজের দাম ছিল ১৮ থেকে ২০ টাকা কেজি। এখন আমাদের ২৮ থেকে ৩০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। আমরা অন্য বাজারে ৩২ থেকে ৩৫ টাকা কেজি খুচরা বিক্রি করছি। দেশি পেঁয়াজের দাম কেজিতে আরও ১০ টাকা বেশি।’
পুরাতন বাজারের ব্যবসায়ী শামীম বলেন, ‘হঠাৎ করেই পেঁয়াজের দামটা বেড়ে গেছে। ভারত থেকে আমদানি বন্ধ হওয়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। আমদানি শুরু হলে আবারও দাম কমে যাবে বলে আশা করছি।’
সোনামসজিদ স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক সাজ্জাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মাসুদ রানা বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য আমাদের যেসব ইমপোর্ট পারমিট নেওয়া ছিল সেগুলোর মেয়াদ ছিল ৫ মে পর্যন্ত। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ থেকে ৪ মে পর্যন্ত চার দিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। যে কারণে ওই সময়ের মধ্যে বাড়তি পরিমাণে পেঁয়াজ আমদানির ইচ্ছা থাকলেও সম্ভব হয়নি। সবশেষ ৫ মে প্রায় ২০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছি। সরকার পেঁয়াজ আমদানির জন্য ইমপোর্ট পারমিট দিলেই বাজারে দাম স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।’
এদিকে পেঁয়াজ আমদানির জন্য অনুমতি চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে বলে জানান আমদানিকারকেরা। তাঁরা বলছেন, এখন পর্যন্ত অনুমোদন দেওয়া হয়নি। কবে দেওয়া হবে কিংবা দেওয়া হবে কি না, সে ব্যাপারেও কর্তৃপক্ষ কিছু বলছে না। সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলেও জানান আমদানিকারকেরা।
সোনামসজিদ স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বশর্মা বলেন, বন্দর দিয়ে ৫ মে পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত ছিল। এরপর থেকে বন্দর দিয়ে আর পেঁয়াজ আমদানি হয়নি।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। গত আট মাসে গুলি করে পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার এসব ঘটনায় পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব হত্যাকাণ্ডে একই গ্যাং জড়িত।
৪ ঘণ্টা আগেমেয়াদ শেষের প্রায় দুই বছর হয়ে গেলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ হয়নি। এতে দুধকুমারের তীরবর্তী অঞ্চলে ভাঙন-আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ম্যানেজারের বিরুদ্ধে স্থানীয়দের টাকা নিয়ে...
৪ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসানো হয়েছে হাট-বাজার। এতে বিঘ্নিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে যাওয়া-আসা করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
৪ ঘণ্টা আগেবালুমহাল হিসেবে ইজারা নেওয়া হয়নি; তবে দিব্যি নদীতীরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রোজ শতাধিক ট্রাক মাটি উঠছে পাড় থেকে। রাজশাহীর চারঘাট উপজেলায় ঘটছে এমন ঘটনা। বিএনপি ও ছাত্রদলের নেতারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এই মাটি ও বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওর বাসায় ককটেল ফোটানো হয়েছে।
৪ ঘণ্টা আগে