Ajker Patrika

ছাত্রলীগকে ফেসবুকে ‘অপপ্রচারের’ জবাব দিতে বললেন খাদ্যমন্ত্রী

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৭: ২৩
ছাত্রলীগকে ফেসবুকে ‘অপপ্রচারের’ জবাব দিতে বললেন খাদ্যমন্ত্রী

ফেসবুকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও কটু মন্তব্যকারীদের বিরুদ্ধে ছাত্রলীগকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘দেশের উন্নয়ন যাদের চোখে পড়ে না, তারাই ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। ছাত্রলীগকে তাদের সমুচিত জবাব দিতে হবে।’

আজ বুধবার নওগাঁ জেলা পরিষদ অডিটরিয়ামে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। নিয়ামতপুর উপজেলা ও কলেজ ছাত্রলীগ এ সভার আয়োজন করে।

ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘কার কী পদ রয়েছে, সেটি বড় বিষয় নয়। নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনা, শিষ্টাচার ও আদবের মধ্যে থেকে দেশকে ভালোবাসতে হবে। ২০২৪ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে। সে জন্য সরকারের উন্নয়নের খবর জনগণের কাছে পৌঁছানোর দায়িত্ব নিতে হবে।’

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিয়ামতপুরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সহসভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদও বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত