Ajker Patrika

ধামইরহাটে চোলাই মদসহ গ্রেপ্তার ৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১৪: ০৩
ধামইরহাটে চোলাই মদসহ গ্রেপ্তার ৪

নওগাঁর ধামইরহাটে পৃথক অভিযানে চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট-৫ র‍্যাবের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বড় শিবপুর দেউলাপাড়া এলাকার শ্যামল দাস বাবুর স্ত্রী অঞ্জলী দাস, জয়পুরহাট জেলার দোগাছী এলাকার প্রফুল্ল চন্দ্র বর্মণের ছেলে সুপল চন্দ্র বর্মণ এবং উপজেলার বড় শিবপুর দেউলাপাড়া এলাকার দিলীপ চন্দ্র দাসের ছেলে পরিমল চন্দ্র দাস ও তাঁর স্ত্রী দিপ্তী। গতকাল বৃহস্পতিবার দুপুরে চোলাই মদসহ তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ওই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নেশাজাতীয় চোলাই মদ তৈরি করে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিলেন। পরে তাঁদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল কাজী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত