Ajker Patrika

প্রতিষ্ঠার ৪ বছর পর বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রতিষ্ঠার ৪ বছর পর বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু 

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে প্রতিষ্ঠার ছয় বছর পর অপারেশন থিয়েটার চালু হয়েছে। আজ সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম ডা. মোফাখখারুল ইসলাম। 

এদিন উপজেলার তামাই গ্রামের রেহানা খাতুনের (২৭) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এটি চালু করা হয়। সফল অস্ত্রপাচারের মাধ্যমে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। 

সিজারিয়ানের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে জুনিয়ার কনসালটেন্ট গাইনি চিকিৎসক ফারহানা হায়দার চৌধুরী, সহকারী সার্জন গাইনি পিংকি রানী সাহা, আবাসিক মেডিকাল কর্মকর্তা সুদ্বীপ সরকার, শারমিন আক্তার মিতু উপস্থিত ছিলেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম ডা. মোফাখখারুল ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে এই প্রথম অপারেশন থিয়েটার (অটি) চালু হয়েছে। এতদিন ওটির যন্ত্রপাতি না থাকার কারণে অপারেশন থিয়েটার চালু করা যাচ্ছিল না। 

 ২০১৮ সালে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা হয়। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা বিশিষ্ট।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত