চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ভারতের সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে। গত শনিবার এ ঘোষণা আসার পরই বাজারে হু হু করে বাড়তে শুরু করে পেঁয়াজের দাম। চাঁপাইনবাবগঞ্জে মাত্র একদিনের ব্যবধানে এই নিত্যপণ্যটির দাম কেজিপ্রতি ১২-১৫ টাকা পর্যন্ত বেড়েছে।
আজ সোমবার বিকেলে শিবগঞ্জের বিভিন্ন বাজারে প্রতি কেজি আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। যা গত শনিবার ছিল ৪৫ থেকে ৫০ টাকা। আমদানি করা পেঁয়াজের দাম বাড়ার প্রভাবে বেড়েছে দেশি পেঁয়াজের দামও। বাজারে প্রতি কেজি ভালো মানের দেশি পেঁয়াজ ৬৫-৬৭ টাকায় বিক্রি হচ্ছে। যা একদিন আগেও ছিল ৪৬-৪৮ টাকার মধ্যে।
শুধু খুচরায় নয়, পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পেঁয়াজের দাম আরও বাড়বে বলে আমদানিকারকদের সূত্র জানিয়েছে। একইভাবে পাইকারিতে দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি প্রায় ৮ টাকা বেড়েছে।
শিবগঞ্জ বাজারের খুচরা বিক্রেতা শরিফ উদ্দিন জানান, গত দুদিন আগে ৩৫-৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছেন। বর্তমানে ৬০-৬৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছেন। এ ছাড়া পাইকারি কিনতে হচ্ছে ৫০-৫২ দরে।
আড়তদার জিয়াউল হক জানান, নাসিক পেঁয়াজের দাম একটু বেশি। এমকে পেঁয়াজের দাম একটু কম। তুলনামূলকভাবে কেজি প্রতি ১০-১২ টাকা বেড়েছে। আগামীতে কেজি প্রতি পেঁয়াজের দাম বাড়বে ১৫-২০ টাকা।
আমদানিকারক আজিজুল হক বলেন, বেশ কয়েক দিন আগে কেজি প্রতি পেঁয়াজের দাম পড়েছে ৪৫ টাকা। সোমবার এক কেজি পেঁয়াজ আমদানি করতে খরচ পড়েছে ৫৪ টাকা। যেহেতু পচনশীল পণ্য পেঁয়াজ, ফলে অল্প দাম পেলেই মোকামে পাঠানো হচ্ছে।
আমদানিকারক তাজেল আলী বলেন, পেঁয়াজ রপ্তানিতে ভারত ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এ কারণে সীমান্তে স্থলবন্দর এলাকায় দাম বেড়েছে। যার প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জে। বর্তমানে প্রতি টন পেঁয়াজ ২০০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে।
ভারতের সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে। গত শনিবার এ ঘোষণা আসার পরই বাজারে হু হু করে বাড়তে শুরু করে পেঁয়াজের দাম। চাঁপাইনবাবগঞ্জে মাত্র একদিনের ব্যবধানে এই নিত্যপণ্যটির দাম কেজিপ্রতি ১২-১৫ টাকা পর্যন্ত বেড়েছে।
আজ সোমবার বিকেলে শিবগঞ্জের বিভিন্ন বাজারে প্রতি কেজি আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। যা গত শনিবার ছিল ৪৫ থেকে ৫০ টাকা। আমদানি করা পেঁয়াজের দাম বাড়ার প্রভাবে বেড়েছে দেশি পেঁয়াজের দামও। বাজারে প্রতি কেজি ভালো মানের দেশি পেঁয়াজ ৬৫-৬৭ টাকায় বিক্রি হচ্ছে। যা একদিন আগেও ছিল ৪৬-৪৮ টাকার মধ্যে।
শুধু খুচরায় নয়, পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পেঁয়াজের দাম আরও বাড়বে বলে আমদানিকারকদের সূত্র জানিয়েছে। একইভাবে পাইকারিতে দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি প্রায় ৮ টাকা বেড়েছে।
শিবগঞ্জ বাজারের খুচরা বিক্রেতা শরিফ উদ্দিন জানান, গত দুদিন আগে ৩৫-৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছেন। বর্তমানে ৬০-৬৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছেন। এ ছাড়া পাইকারি কিনতে হচ্ছে ৫০-৫২ দরে।
আড়তদার জিয়াউল হক জানান, নাসিক পেঁয়াজের দাম একটু বেশি। এমকে পেঁয়াজের দাম একটু কম। তুলনামূলকভাবে কেজি প্রতি ১০-১২ টাকা বেড়েছে। আগামীতে কেজি প্রতি পেঁয়াজের দাম বাড়বে ১৫-২০ টাকা।
আমদানিকারক আজিজুল হক বলেন, বেশ কয়েক দিন আগে কেজি প্রতি পেঁয়াজের দাম পড়েছে ৪৫ টাকা। সোমবার এক কেজি পেঁয়াজ আমদানি করতে খরচ পড়েছে ৫৪ টাকা। যেহেতু পচনশীল পণ্য পেঁয়াজ, ফলে অল্প দাম পেলেই মোকামে পাঠানো হচ্ছে।
আমদানিকারক তাজেল আলী বলেন, পেঁয়াজ রপ্তানিতে ভারত ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এ কারণে সীমান্তে স্থলবন্দর এলাকায় দাম বেড়েছে। যার প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জে। বর্তমানে প্রতি টন পেঁয়াজ ২০০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে স্বজনরা জানান।
২৭ মিনিট আগেপটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলা জমায়েতের শ্রমবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম তাকে পুলিশের কাছে ধরিয়ে দেন। স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা খোকন হোসেনকে শনিবার দিবাগত
৩২ মিনিট আগেমনোরঞ্জন পাল বলেন, তার ছেলে অনার্স পর্যন্ত পড়াশোনা করেছেন। একই গ্রামের এক কলেজছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই ছাত্রীর বাবা ও ভাইয়েরা এই সম্পর্ক মেনে নেননি।
৪৪ মিনিট আগেরাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্ত মঞ্চের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে (২৫) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার তিনজনকে ৬ দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তাদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে