চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ভারতের সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে। গত শনিবার এ ঘোষণা আসার পরই বাজারে হু হু করে বাড়তে শুরু করে পেঁয়াজের দাম। চাঁপাইনবাবগঞ্জে মাত্র একদিনের ব্যবধানে এই নিত্যপণ্যটির দাম কেজিপ্রতি ১২-১৫ টাকা পর্যন্ত বেড়েছে।
আজ সোমবার বিকেলে শিবগঞ্জের বিভিন্ন বাজারে প্রতি কেজি আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। যা গত শনিবার ছিল ৪৫ থেকে ৫০ টাকা। আমদানি করা পেঁয়াজের দাম বাড়ার প্রভাবে বেড়েছে দেশি পেঁয়াজের দামও। বাজারে প্রতি কেজি ভালো মানের দেশি পেঁয়াজ ৬৫-৬৭ টাকায় বিক্রি হচ্ছে। যা একদিন আগেও ছিল ৪৬-৪৮ টাকার মধ্যে।
শুধু খুচরায় নয়, পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পেঁয়াজের দাম আরও বাড়বে বলে আমদানিকারকদের সূত্র জানিয়েছে। একইভাবে পাইকারিতে দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি প্রায় ৮ টাকা বেড়েছে।
শিবগঞ্জ বাজারের খুচরা বিক্রেতা শরিফ উদ্দিন জানান, গত দুদিন আগে ৩৫-৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছেন। বর্তমানে ৬০-৬৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছেন। এ ছাড়া পাইকারি কিনতে হচ্ছে ৫০-৫২ দরে।
আড়তদার জিয়াউল হক জানান, নাসিক পেঁয়াজের দাম একটু বেশি। এমকে পেঁয়াজের দাম একটু কম। তুলনামূলকভাবে কেজি প্রতি ১০-১২ টাকা বেড়েছে। আগামীতে কেজি প্রতি পেঁয়াজের দাম বাড়বে ১৫-২০ টাকা।
আমদানিকারক আজিজুল হক বলেন, বেশ কয়েক দিন আগে কেজি প্রতি পেঁয়াজের দাম পড়েছে ৪৫ টাকা। সোমবার এক কেজি পেঁয়াজ আমদানি করতে খরচ পড়েছে ৫৪ টাকা। যেহেতু পচনশীল পণ্য পেঁয়াজ, ফলে অল্প দাম পেলেই মোকামে পাঠানো হচ্ছে।
আমদানিকারক তাজেল আলী বলেন, পেঁয়াজ রপ্তানিতে ভারত ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এ কারণে সীমান্তে স্থলবন্দর এলাকায় দাম বেড়েছে। যার প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জে। বর্তমানে প্রতি টন পেঁয়াজ ২০০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে।
ভারতের সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে। গত শনিবার এ ঘোষণা আসার পরই বাজারে হু হু করে বাড়তে শুরু করে পেঁয়াজের দাম। চাঁপাইনবাবগঞ্জে মাত্র একদিনের ব্যবধানে এই নিত্যপণ্যটির দাম কেজিপ্রতি ১২-১৫ টাকা পর্যন্ত বেড়েছে।
আজ সোমবার বিকেলে শিবগঞ্জের বিভিন্ন বাজারে প্রতি কেজি আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। যা গত শনিবার ছিল ৪৫ থেকে ৫০ টাকা। আমদানি করা পেঁয়াজের দাম বাড়ার প্রভাবে বেড়েছে দেশি পেঁয়াজের দামও। বাজারে প্রতি কেজি ভালো মানের দেশি পেঁয়াজ ৬৫-৬৭ টাকায় বিক্রি হচ্ছে। যা একদিন আগেও ছিল ৪৬-৪৮ টাকার মধ্যে।
শুধু খুচরায় নয়, পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পেঁয়াজের দাম আরও বাড়বে বলে আমদানিকারকদের সূত্র জানিয়েছে। একইভাবে পাইকারিতে দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি প্রায় ৮ টাকা বেড়েছে।
শিবগঞ্জ বাজারের খুচরা বিক্রেতা শরিফ উদ্দিন জানান, গত দুদিন আগে ৩৫-৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছেন। বর্তমানে ৬০-৬৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছেন। এ ছাড়া পাইকারি কিনতে হচ্ছে ৫০-৫২ দরে।
আড়তদার জিয়াউল হক জানান, নাসিক পেঁয়াজের দাম একটু বেশি। এমকে পেঁয়াজের দাম একটু কম। তুলনামূলকভাবে কেজি প্রতি ১০-১২ টাকা বেড়েছে। আগামীতে কেজি প্রতি পেঁয়াজের দাম বাড়বে ১৫-২০ টাকা।
আমদানিকারক আজিজুল হক বলেন, বেশ কয়েক দিন আগে কেজি প্রতি পেঁয়াজের দাম পড়েছে ৪৫ টাকা। সোমবার এক কেজি পেঁয়াজ আমদানি করতে খরচ পড়েছে ৫৪ টাকা। যেহেতু পচনশীল পণ্য পেঁয়াজ, ফলে অল্প দাম পেলেই মোকামে পাঠানো হচ্ছে।
আমদানিকারক তাজেল আলী বলেন, পেঁয়াজ রপ্তানিতে ভারত ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এ কারণে সীমান্তে স্থলবন্দর এলাকায় দাম বেড়েছে। যার প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জে। বর্তমানে প্রতি টন পেঁয়াজ ২০০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে।
রোববার (২০ জুলাই) ভোরে জহুরপুর বিওপির সীমান্ত পিলার ১৬/৫-এর কাছে ৫ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তরে যায়। সে সময় বিএসএফ চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে ৪ জন পালিয়ে আসে। মোহম্মদ লালচান (২৫) বিএসএফের হাতে আটক হন। পরে চোরকারবারিরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে লাশ ফেরত এনে বিজিবির চোখ ফাঁকি দিয়ে পদ্মা নদী
৩ মিনিট আগেথেমে নেই হাতি-মানুষের দ্বন্দ্ব। ৭ বছর ধরে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দেয়াঙ পাহাড়ে অবস্থান নিচ্ছিল একদল হাতি। দিনে বা রাতে পাহাড় থেকে নেমে আসা হাতির পালের তাণ্ডবে অতিষ্ঠ দুই উপজেলার বাসিন্দারা।
২১ মিনিট আগেচিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় রাজধানীর চকবাজারে এক ফার্মেসি মালিককে ছুরিকাঘাত করেছে এক তরুণ। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী মো. নাহিদুল ইসলাম (৩৭)। ঘটনার তিন দিন পর হামলাকারী ওই তরুণকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা-পুলিশ। গ্রেপ্তার তরুণের নাম সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১)।
২৯ মিনিট আগেনরসিংদীতে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠে বৃক্ষরোপণ করার সময় মানবিক বিভাগের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি
৩৪ মিনিট আগে