Ajker Patrika

দুদক সাংবিধানিক প্রতিষ্ঠান হলে কাজের মাত্রা বাড়বে: দুদক চেয়ারম্যান

পাবনা প্রতিনিধি
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. আবদুল মোমেন।  ছবি: আজকের পত্রিকা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. আবদুল মোমেন। ছবি: আজকের পত্রিকা

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাংবিধানিক প্রতিষ্ঠান হলে স্বাধীনভাবে কাজ করার মাত্রা বাড়বে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পাবনা জেলা প্রশাসক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পাবনার সহযোগিতায় এই গণশুনানির আয়োজন করে দুদক।

দুদক চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ‘সব ধরনের স্বাধীনতারই তো একটা সীমাবদ্ধতা রয়েছে। আমাদের যতটুকু স্বাধীনতা আছে, আমরা চেষ্টা করব এর মধ্যেই যতটা সম্ভব ভালোভাবে এবং নিরপেক্ষভাবে কাজ করার।’

ড. আবদুল মোমেন বলেন, ‘দুদকের কাজ হচ্ছে বিচারের জন্য তৈরি করে দেওয়া। বিচার করেন আদালত। পাবনা সব সময় একটি প্রতিবাদী জেলা। এই প্রতিবাদটা দুর্নীতির বিরুদ্ধে আরও বেশি হওয়া উচিত। যাতে দেশের অন্যান্য জেলার চেয়ে পাবনা জেলা আগে দুর্নীতিমুক্ত জেলা হয়।’

পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদকের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ। বক্তব্য দেন দুদক রাজশাহী রেঞ্জের পরিচালক কামরুল আহসান, দুর্নীতি প্রতিরোধ কমিটির মহাপরিচালক আখতার হোসেন।

উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনোয়ারুল আজিজ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত