নেত্রকোনা প্রতিনিধি
জ্বালানি তেলের অভাবে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সেবা দেড় মাস ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় প্রাইভেট অ্যাম্বুলেন্সে করে রোগীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিতে হচ্ছে।
আজ শনিবার দুপুরে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হওয়ার পেছনে জ্বালানি সংকটের কথা জানান।
সেপ্টেম্বরের আগে এ সমস্যার সমাধান হবে না বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রাইভেট অ্যাম্বুলেন্সের চালক ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি অ্যাম্বুলেন্সে একজন রোগীকে মমেক হাসপাতালে নিতে ভাড়া লাগে ১ হাজার ৬০০ টাকা। সেখানে প্রাইভেট অ্যাম্বুলেন্সে ভাড়া গুনতে হয় ৩ হাজার টাকা।
ভোগান্তির বিষয়ে উপজেলার পাবই গ্রামের পারভেজ মিয়া বলেন, ‘গত সপ্তাহে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার এক আত্মীয়কে মমেক হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরে খোঁজ নিয়ে জানতে পারি সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ। পরে ৩ হাজার টাকা দিয়ে প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যাই।’
এদিকে সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ হওয়ার পর প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলোতে অযৌক্তিক ভাড়া দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তেঁতুলিয়া গ্রামের মালেক মিয়া বলেন, ‘সরকারি অ্যাম্বুলেন্স চালু থাকার সময় প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলোর ভাড়ার এত ফারাক ছিল না। এখন যত খুশি ভাড়া নিচ্ছে তারা।’
স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালক মো. মোশারফ বলেন, ‘জুন মাসের শুরুতে কয়েক দিন চলেছিল, এরপর থেকে জ্বালানি তেলের অভাবে অ্যাম্বুলেন্স বন্ধ। এর মধ্যে বরাদ্দ ছাড় করানোর জন্য ঢাকা গিয়েছি কয়েকবার। কিন্তু কাজ হয়নি।’
এ ব্যাপারে জানতে চাইলে সদ্য যোগ দেওয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন বলেন, ‘জ্বালানি তেলের বরাদ্দ না পাওয়ায় অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। নতুন বছরের বরাদ্দ এখনো পাওয়া যায়নি। এ ছাড়া এমনিতেও সরকারিভাবে তেল বরাদ্দের পরিমাণ আগের চেয়ে কমানো হয়েছে। আমার ব্যবহৃত গাড়িতেও নিজের টাকায় জ্বালানি কিনে চালাচ্ছি। আগামী সেপ্টেম্বর মাসে হয়তো এ সমস্যার সমাধান হবে।’
এই স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ‘গত জুনে এখানে যোগদান করেছি। এই বিষয়গুলো নিয়ে আসলে খুব ঝামেলায় আছি।’
জ্বালানি তেলের অভাবে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সেবা দেড় মাস ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় প্রাইভেট অ্যাম্বুলেন্সে করে রোগীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিতে হচ্ছে।
আজ শনিবার দুপুরে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হওয়ার পেছনে জ্বালানি সংকটের কথা জানান।
সেপ্টেম্বরের আগে এ সমস্যার সমাধান হবে না বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রাইভেট অ্যাম্বুলেন্সের চালক ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি অ্যাম্বুলেন্সে একজন রোগীকে মমেক হাসপাতালে নিতে ভাড়া লাগে ১ হাজার ৬০০ টাকা। সেখানে প্রাইভেট অ্যাম্বুলেন্সে ভাড়া গুনতে হয় ৩ হাজার টাকা।
ভোগান্তির বিষয়ে উপজেলার পাবই গ্রামের পারভেজ মিয়া বলেন, ‘গত সপ্তাহে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার এক আত্মীয়কে মমেক হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরে খোঁজ নিয়ে জানতে পারি সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ। পরে ৩ হাজার টাকা দিয়ে প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যাই।’
এদিকে সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ হওয়ার পর প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলোতে অযৌক্তিক ভাড়া দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তেঁতুলিয়া গ্রামের মালেক মিয়া বলেন, ‘সরকারি অ্যাম্বুলেন্স চালু থাকার সময় প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলোর ভাড়ার এত ফারাক ছিল না। এখন যত খুশি ভাড়া নিচ্ছে তারা।’
স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালক মো. মোশারফ বলেন, ‘জুন মাসের শুরুতে কয়েক দিন চলেছিল, এরপর থেকে জ্বালানি তেলের অভাবে অ্যাম্বুলেন্স বন্ধ। এর মধ্যে বরাদ্দ ছাড় করানোর জন্য ঢাকা গিয়েছি কয়েকবার। কিন্তু কাজ হয়নি।’
এ ব্যাপারে জানতে চাইলে সদ্য যোগ দেওয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন বলেন, ‘জ্বালানি তেলের বরাদ্দ না পাওয়ায় অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। নতুন বছরের বরাদ্দ এখনো পাওয়া যায়নি। এ ছাড়া এমনিতেও সরকারিভাবে তেল বরাদ্দের পরিমাণ আগের চেয়ে কমানো হয়েছে। আমার ব্যবহৃত গাড়িতেও নিজের টাকায় জ্বালানি কিনে চালাচ্ছি। আগামী সেপ্টেম্বর মাসে হয়তো এ সমস্যার সমাধান হবে।’
এই স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ‘গত জুনে এখানে যোগদান করেছি। এই বিষয়গুলো নিয়ে আসলে খুব ঝামেলায় আছি।’
বগুড়ার শেরপুর পৌরসভায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বরাদ্দ পাওয়া সাতটি প্রকল্পের কাজের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি অধিকাংশ প্রকল্পের কাজ। যদিও দাপ্তরিক নথিতে সব প্রকল্পই ‘প্রায় সম্পন্ন’ হিসেবে দেখানো হয়েছে, তবে মাঠপর্যায়ে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
৪০ মিনিট আগেবেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ জন আনসার সদস্যকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। প্রথম ধাপে ৪০ জন বদলি হলেও পরে অন্যদেরও বদলি করা হবে বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের...
৭ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং দুই পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। একই সঙ্গে দলটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব...
৭ ঘণ্টা আগেযশোরের বেনাপোল চেকপোস্টে ভারতগামী পাসপোর্টধারী আরজিনা খাতুন নামের ক্যানসারে আক্রান্ত এক রোগীকে জীবননাশের হুমকি দিয়ে ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে চিহ্নিত ছিনতাইকারীরা। আজ মঙ্গলবার ভ্রমণ ট্যাক্স কাটার নাম করে বেনাপোল বন্দর বাস টার্মিনাল থেকে ডেকে নিয়ে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারী ডালিম ও তার দলবল।
৮ ঘণ্টা আগে