Ajker Patrika

অবৈধভাবে আনা ১১০ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
Thumbnail image

শেরপুরের শ্রীবরদীতে অবৈধ পথে নিয়ে আসা ১১০ বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মুন্সিপাড়া মসজিদসংলগ্ন একটি গুদাম ও ট্রাক থেকে চিনিগুলো জব্দ করা হয়। 

এ ঘটনায় আজ শুক্রবার তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে শ্রীবরদী থানায় মামলা করা হয়েছে। মামলায় আটক গুদাম মালিক ইমান আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, পৌরসভার মুন্সিপাড়া গ্রামে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাই পথে নিয়ে আসা ভারতীয় চিনি গুদামে তোলা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে গুদাম ও ট্রাক থেকে ১১০ বস্তা চিনি এবং পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। 

এসব তথ্য নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ইমান আলীকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত