Ajker Patrika

পানির অভাবে পড়ে আছে ফেরি, ভোগান্তিতে এলাকাবাসীরা

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৫৭
পানির অভাবে পড়ে আছে ফেরি, ভোগান্তিতে এলাকাবাসীরা

পানি কম থাকায় অচল হয়ে পড়েছে নেত্রকোনা, পূর্বধলা এবং দুর্গাপুর উপজেলার সীমান্ত সড়কের মধ্যখান দিয়ে প্রবাহিত ডেউটুকুনে কংস নদ পারাপারের স্টিল ফেরিটি। পানির অভাবে বর্তমানে ফেরিটি বন্ধ রয়েছে। ফলে ছোট একটি নৌকা দিয়ে মানুষজনদের নদী পারাপার করতে হচ্ছে। ফলে তাঁদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এভাবে চলাচল করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীরা।

জানা যায়, নেত্রকোনার সঙ্গে দুর্গাপুরের সড়ক পথে যোগাযোগের জন্য পূর্বধলা পর্যন্ত ১৬ কিলোমিটার একটি সড়ক থাকলেও তা গত কয়েক বছর যাবৎ চলাচলে অযোগ্য হয়ে পড়ে। ফলে সড়কটি নতুন করে নির্মাণ করা হচ্ছে। বিকল্প হিসেবে নেত্রকোনা শহরের চানখাঁর মোড় হয়ে জামধলা বাজার দিয়ে লোকজন দুর্গাপুর যাতায়াত করছেন। কিন্তু ডেউটুকুনে কংস নদের ওপর সেতু না থাকায় ও ফেরি বন্ধ থাকায় এলাকাবাসীদের নৌকা দিয়ে পারাপার করতে হচ্ছে। ফলে দুর্গাপুর যেতে যেখানে এক ঘণ্টা লাগার কথা, সেখানে দুই ঘণ্টা সময় লাগছে। 
 
নদে পানি না থাকায় অচল অবস্থা পড়ে আছে ফেরিমুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী বলেন, এ সড়কটি যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্রুত কংস নদের ওপর সেতু নির্মাণ করা প্রয়োজন। 

দুর্গাপুরের আলী হায়দার বলেন, এ নদীর ওপর জরুরি ভিত্তিতে পাকা সেতু নির্মাণ করা দরকার। 
 
পূর্বধলার এমপি ওয়ারেসাত হোসেন বেলাল ও দুর্গাপুরের এমপি মানু মজুমদার বলেন, ডেউটুকুনে কংস নদের ওপর পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

এ বিষয়ে নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাসিবুর রহমান বলেন, কংস নদের ওপর পাকা সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে সীমান্ত সড়কের এ নদের ওপর দ্রুত পাকা সেতু নির্মাণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুরের কচুরিপানা রপ্তানি হচ্ছে ২৫ দেশে

ওসি-এসআই-কনস্টেবল চক্র: আখাউড়া ইমিগ্রেশনে টাকা দিলে সব হয়

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত