জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার নারিকেলীতে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোর রাত ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন সদর উপজেলার দিগপাইতের ছোনটিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে মো. মিন্টু মিয়া (২৮) এবং মেলান্দহ উপজেলার নাংলা গ্রামের উসমান গণির ছেলে আবুল কালাম আজাদ (৪৫)। আহতরা হলেন, মোশারফ হোসেন (২৫) ও আব্দুস সাত্তার (৭৬)। তাঁদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, আজ ভোররাত ৪টায় জামালপুর থেকে সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে ঘাটাইল যাওয়ার পথে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের নারিকেলী এলাকায় দ্রুতগামী একটি মাল বোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হয় দুজন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে। তবে ট্রাকটি জব্দ করতে পারেনি।
নিহত মিন্টু মিয়ার বড় ভাই মুকুল মিয়া বলেন, গত রাতে মাছ ধরতে বাড়ি থেকে জামালপুরে আসে মিন্টু। ভোরে মাছ নিয়ে বাড়িতে আসার পথে মারা গেছে।
নিহত আবুল কালাম আজাদের ভাতিজা মো. মমিন মিয়া বলেন, তাঁর চাচা নিহত আবুল কালাম আজাদ তাকে নিয়ে ঘাটাইল যাচ্ছিল।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকিউল কাজিম খান বলেন, ২ জন আহত অবস্থায় এসেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। দুজন ঘটনাস্থলে মারা গেছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।
জামালপুর সদর উপজেলার নারিকেলীতে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোর রাত ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন সদর উপজেলার দিগপাইতের ছোনটিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে মো. মিন্টু মিয়া (২৮) এবং মেলান্দহ উপজেলার নাংলা গ্রামের উসমান গণির ছেলে আবুল কালাম আজাদ (৪৫)। আহতরা হলেন, মোশারফ হোসেন (২৫) ও আব্দুস সাত্তার (৭৬)। তাঁদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, আজ ভোররাত ৪টায় জামালপুর থেকে সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে ঘাটাইল যাওয়ার পথে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের নারিকেলী এলাকায় দ্রুতগামী একটি মাল বোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হয় দুজন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে। তবে ট্রাকটি জব্দ করতে পারেনি।
নিহত মিন্টু মিয়ার বড় ভাই মুকুল মিয়া বলেন, গত রাতে মাছ ধরতে বাড়ি থেকে জামালপুরে আসে মিন্টু। ভোরে মাছ নিয়ে বাড়িতে আসার পথে মারা গেছে।
নিহত আবুল কালাম আজাদের ভাতিজা মো. মমিন মিয়া বলেন, তাঁর চাচা নিহত আবুল কালাম আজাদ তাকে নিয়ে ঘাটাইল যাচ্ছিল।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকিউল কাজিম খান বলেন, ২ জন আহত অবস্থায় এসেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। দুজন ঘটনাস্থলে মারা গেছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।
গুরুত্বপূর্ণ ও ব্যস্ত হলেও বেহাল রাজধানীর দোলাইরপাড় থেকে যাত্রাবাড়ী মোড় পর্যন্ত সড়ক। এমনিতে অপ্রশস্ত সড়কটির বেশির ভাগ অংশই এখন ভাঙাচোরা, খানাখন্দে ভরা। সড়কজুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত। ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে হেলেদুলে চলাচল করছে যানবাহন।
১৩ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার আগে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমানটি মাত্র সাত মিনিট উড়েছিল। ২১ জুলাই বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর যুদ্ধবিমানটি ১টা ১৩ মিনিটে উত্তরার দিয়াবাড়িতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের একটি একাডেমিক ভবনে আছড়ে পড়ে।
১৩ মিনিট আগেগাইবান্ধায় তিস্তা ও ব্রহ্মপুত্রের ভাঙনে এর তীরবর্তী এলাকার বাসিন্দারা দিশেহারা হয়ে পড়েছে। সম্প্রতি হঠাৎ শুরু হওয়া এই ভাঙনে এরই মধ্যে তিন ফসলি জমি, ফলের বাগান, সড়ক এবং অর্ধশতাধিক বসতভিটাও নদীতে বিলীন হয়ে গেছে।
১ ঘণ্টা আগেগাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকস বিলে ঘুরতে গিয়ে গত শুক্রবার বিকেলে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়। এরপর একে একে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৪ ঘণ্টা আগে