নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবতী এলাকায় খাদ্যের সন্ধানে সমতলে নেমে আসছে অর্ধশতাধিক বন্য হাতি। ক্ষুধার তাড়নায় দিশেহারা বন্য হাতির পালটি খাচ্ছে টিলায় থাকা গাছের ছাল-বাকল। এদিকে মাঠে মাঠে এখন বোরো ধান। এভাবে হাতির পাল সমতলে নেমে আসায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। হাতি প্রতিরোধে রাত জেগে পাহারা দিচ্ছেন তাঁরা।
আজ বুধবার দুপুরে মধুটিলা ইকোপাকের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, প্রায় দেড় মাস ধরে অর্ধশতাধিক বন্য হাতির পালটি সীমান্ত এলাকায় রয়েছে। বর্তমানে উপজেলার দাওধারা-কাটাবাড়ি জঙ্গলে হাতির পালটির অবস্থান। সাত-আটটি শাবকসহ দলটি খাদ্যের সন্ধানে এক টিলা থেকে অন্য টিলা চষে বেড়াচ্ছে। ক্ষুধা নিবারণে খাচ্ছে গাছের ছাল-বাকল।
বন বিভাগ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, তিনটি জেলার চারটি উপজেলায় সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় সারা বছর শতাধিক বন্য হাতি কয়েক দলে বিভক্ত হয়ে চলাফেরা করে। কিন্তু গত জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অর্ধশতাধিক বন্য হাতির দল উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা-কাটাবাড়ি পাহাড়ে অবস্থান করছে। প্রায়ই খাদ্যের সন্ধানে দলটি টিলা থেকে নেমে সমতলে অবস্থান করে। পরে লোকালয়ে নেমে আসে। এতে ফসল বাঁচাতে হাতি প্রতিরোধে স্থানীয় কৃষকেরা দিন-রাত পাহারা দিচ্ছেন।
ফসল রক্ষায় কৃষকেরা পড়েছেন দুশ্চিন্তায়। প্রায় প্রতি রাতেই হাতির দলটি জঙ্গল থেকে দুই কিলোমিটার পাহাড়ি পথ পার করে সীমান্ত সড়কে চলে আসে।
গত সোমবার সরেজমিন দেখা গেছে, ৪০-৪৫টি বন্য হাতির পাল দলবেঁধে নাকুগাঁও এলাকায় টিলা থেকে আরেক টিলায় খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে, সমতলে নেমেও অবস্থান করছে। খাবার না থাকায় বন বিভাগের বিভিন্ন সামাজিক বনায়নের গাছের ছাল-বাকল তুলে খাচ্ছে হাতি। টিলার মাটি শুঁড় দিয়ে হাতির নিজের শরীরে ছুড়ে মারছে।
এ সময় হাতির সাত-আটটি ছোট বাচ্চা দলের সঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায়। এই দৃশ্য দেখতে উৎসুক মানুষ ভিড় করেন। মানুষের বিচরণ দেখে একাধিকবার একটি হাতি লোকজনকে তাড়া করছে। লোকজন এদিক-ওদিক ছুটে যাচ্ছে।
স্থানীয় কৃষকেরা জানান, ফসল রক্ষায় কৃষকেরা রাত-দিন পাহারা দিচ্ছেন। এ ছাড়া নয়াবিল ইউনিয়ন পরিষদের উদ্যোগে হাতি প্রতিরোধে ফসলি জমি ঘেঁষে হাতিকে ভয় দেখাতে ১০০ মিটার জিআই তার ও একটি জেনারেটর স্থাপন করা হয়েছে।
নাকুগাঁও গ্রামের কৃষক মো. ইব্রাহিম বলেন, ‘এক সপ্তাহ ধরে অর্ধশতাধিক বন্য হাতির পালটি দিনে দাওধারা-কাটাবাড়ি জঙ্গলে অবস্থান করছে। সন্ধ্যার নামার আগেই হাতির দলটি বোরোখেতে নেমে আসতে চায়। তখন হইহুল্লোড় করে হাতির দলটিকে প্রতিরোধ করা হয়। এলাকায় হাতি থাকায় পালাক্রমে আমগর রাত জেগে পাহারা দিতে হচ্ছে।’
প্রান্তিক কৃষক আব্দুল খালেক বলেন, ‘এক একর জমির ধানে ও দিন মজুরির কাজ করে আমার চার সদস্যের সংসার চলে। ৬০ হাজার টাকা ধার-দেনা কইরা দুই একর জমিতে বোরো ধান আবাদ করছি। ধানগাছ ভালো হইছে। কিন্তু গত সোমবার অর্ধশতাধিক বন্য হাতির পাল খেতের পাশে অবস্থান করছে। এ নিয়ে আমরা ফসল লইয়া ভীষণ দুশ্চিন্তায় আছি।’
নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘প্রতিবছর বন্য হাতির পাল খাবারের খোঁজে লোকালয়ে এসে ফসল নষ্টের পাশাপাশি প্রাণহানি ঘটাচ্ছে। কৃষকদের সঙ্গে আমিও হাতি প্রতিরোধে সেখানে অবস্থান করছি। কেউ যেন হাতির ক্ষতি করতে না পারে। অন্যদিকে হাতির দলটিও যেন কৃষকের ফসল নষ্ট করতে না পারে তাই হাতির খবর পেলেই ঘটনাস্থলে ছুটে যাচ্ছি। উপজেলা প্রশাসনের মাধ্যমে মশাল জ্বালাতে কেরোসিনের ব্যবস্থা করা হলে কৃষকদের হাতি তাড়াতে সুবিধা হতো।’
ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘ফসল রক্ষায় ও হাতিকে নিরাপদ রাখতে বন বিভাগের পাশাপাশি এলিফ্যান্ট রেসপন্স টিম কাজ করছে। তবে হাতি দ্বারা কোনো কৃষকের ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে। তাই আমরা বলব হাতিকে যেন বিরক্ত করা না হয়।’
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবতী এলাকায় খাদ্যের সন্ধানে সমতলে নেমে আসছে অর্ধশতাধিক বন্য হাতি। ক্ষুধার তাড়নায় দিশেহারা বন্য হাতির পালটি খাচ্ছে টিলায় থাকা গাছের ছাল-বাকল। এদিকে মাঠে মাঠে এখন বোরো ধান। এভাবে হাতির পাল সমতলে নেমে আসায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। হাতি প্রতিরোধে রাত জেগে পাহারা দিচ্ছেন তাঁরা।
আজ বুধবার দুপুরে মধুটিলা ইকোপাকের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, প্রায় দেড় মাস ধরে অর্ধশতাধিক বন্য হাতির পালটি সীমান্ত এলাকায় রয়েছে। বর্তমানে উপজেলার দাওধারা-কাটাবাড়ি জঙ্গলে হাতির পালটির অবস্থান। সাত-আটটি শাবকসহ দলটি খাদ্যের সন্ধানে এক টিলা থেকে অন্য টিলা চষে বেড়াচ্ছে। ক্ষুধা নিবারণে খাচ্ছে গাছের ছাল-বাকল।
বন বিভাগ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, তিনটি জেলার চারটি উপজেলায় সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় সারা বছর শতাধিক বন্য হাতি কয়েক দলে বিভক্ত হয়ে চলাফেরা করে। কিন্তু গত জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অর্ধশতাধিক বন্য হাতির দল উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা-কাটাবাড়ি পাহাড়ে অবস্থান করছে। প্রায়ই খাদ্যের সন্ধানে দলটি টিলা থেকে নেমে সমতলে অবস্থান করে। পরে লোকালয়ে নেমে আসে। এতে ফসল বাঁচাতে হাতি প্রতিরোধে স্থানীয় কৃষকেরা দিন-রাত পাহারা দিচ্ছেন।
ফসল রক্ষায় কৃষকেরা পড়েছেন দুশ্চিন্তায়। প্রায় প্রতি রাতেই হাতির দলটি জঙ্গল থেকে দুই কিলোমিটার পাহাড়ি পথ পার করে সীমান্ত সড়কে চলে আসে।
গত সোমবার সরেজমিন দেখা গেছে, ৪০-৪৫টি বন্য হাতির পাল দলবেঁধে নাকুগাঁও এলাকায় টিলা থেকে আরেক টিলায় খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে, সমতলে নেমেও অবস্থান করছে। খাবার না থাকায় বন বিভাগের বিভিন্ন সামাজিক বনায়নের গাছের ছাল-বাকল তুলে খাচ্ছে হাতি। টিলার মাটি শুঁড় দিয়ে হাতির নিজের শরীরে ছুড়ে মারছে।
এ সময় হাতির সাত-আটটি ছোট বাচ্চা দলের সঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায়। এই দৃশ্য দেখতে উৎসুক মানুষ ভিড় করেন। মানুষের বিচরণ দেখে একাধিকবার একটি হাতি লোকজনকে তাড়া করছে। লোকজন এদিক-ওদিক ছুটে যাচ্ছে।
স্থানীয় কৃষকেরা জানান, ফসল রক্ষায় কৃষকেরা রাত-দিন পাহারা দিচ্ছেন। এ ছাড়া নয়াবিল ইউনিয়ন পরিষদের উদ্যোগে হাতি প্রতিরোধে ফসলি জমি ঘেঁষে হাতিকে ভয় দেখাতে ১০০ মিটার জিআই তার ও একটি জেনারেটর স্থাপন করা হয়েছে।
নাকুগাঁও গ্রামের কৃষক মো. ইব্রাহিম বলেন, ‘এক সপ্তাহ ধরে অর্ধশতাধিক বন্য হাতির পালটি দিনে দাওধারা-কাটাবাড়ি জঙ্গলে অবস্থান করছে। সন্ধ্যার নামার আগেই হাতির দলটি বোরোখেতে নেমে আসতে চায়। তখন হইহুল্লোড় করে হাতির দলটিকে প্রতিরোধ করা হয়। এলাকায় হাতি থাকায় পালাক্রমে আমগর রাত জেগে পাহারা দিতে হচ্ছে।’
প্রান্তিক কৃষক আব্দুল খালেক বলেন, ‘এক একর জমির ধানে ও দিন মজুরির কাজ করে আমার চার সদস্যের সংসার চলে। ৬০ হাজার টাকা ধার-দেনা কইরা দুই একর জমিতে বোরো ধান আবাদ করছি। ধানগাছ ভালো হইছে। কিন্তু গত সোমবার অর্ধশতাধিক বন্য হাতির পাল খেতের পাশে অবস্থান করছে। এ নিয়ে আমরা ফসল লইয়া ভীষণ দুশ্চিন্তায় আছি।’
নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘প্রতিবছর বন্য হাতির পাল খাবারের খোঁজে লোকালয়ে এসে ফসল নষ্টের পাশাপাশি প্রাণহানি ঘটাচ্ছে। কৃষকদের সঙ্গে আমিও হাতি প্রতিরোধে সেখানে অবস্থান করছি। কেউ যেন হাতির ক্ষতি করতে না পারে। অন্যদিকে হাতির দলটিও যেন কৃষকের ফসল নষ্ট করতে না পারে তাই হাতির খবর পেলেই ঘটনাস্থলে ছুটে যাচ্ছি। উপজেলা প্রশাসনের মাধ্যমে মশাল জ্বালাতে কেরোসিনের ব্যবস্থা করা হলে কৃষকদের হাতি তাড়াতে সুবিধা হতো।’
ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘ফসল রক্ষায় ও হাতিকে নিরাপদ রাখতে বন বিভাগের পাশাপাশি এলিফ্যান্ট রেসপন্স টিম কাজ করছে। তবে হাতি দ্বারা কোনো কৃষকের ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে। তাই আমরা বলব হাতিকে যেন বিরক্ত করা না হয়।’
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
১ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
১ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
১ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
১ ঘণ্টা আগে