Ajker Patrika

বাউফলে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফলে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ফাহিম বয়াতি (১৮) নামের এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ভাংরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একই গ্রামের সানু মীর (৪৫) ও জাকির বয়াতির (৫০) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কিছু দিন আগে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় সালিস বৈঠক হলেও সানু মীর ও তাঁর অনুসারীরা সেই রায় মানতে অস্বীকৃতি জানান।

এরই জেরে আজ বিকেলে সানু মীরের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে জাকির বয়াতির ওপর হামলা চালান। এ সময় জাকিরের ছেলে ফাহিম বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাঁকে কুপিয়ে হত্যা করেন। ঘটনাস্থলেই ফাহিম মারা যান। গুরুতর আহত জাকির বয়াতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত সানু মীর পলাতক রয়েছেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

চীনের নতুন হাইপারসনিক এয়ারক্র্যাফট, গতি ঘণ্টায় প্রায় ১৫ হাজার কিলোমিটার

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

জুলাই নিয়ে ফেসবুকে পুলিশ সদস্যের আপত্তিকর পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত