Ajker Patrika

মেলান্দহে বিএনপির ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২৩, ১৯: ৩০
মেলান্দহে বিএনপির ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে বিএনপির চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ঘোষেরপাড়া, ফুলকোচা ও শ্যামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন বলেন, ‘বিশেষ ক্ষমতা আইনে তাঁদের বিরুদ্ধে মামলা ছিল। তাঁদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাঁরা বিএনপি নেতা-কর্মী কি না—এই বিষয়ে জানা নেই।’

গ্রেপ্তার নেতা-কর্মীরা হলেন ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বুলবুল, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, ফুলকোচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ ও কুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলাল। আজ দুপুরে তাঁদের আদালতে তোলা হয়। এ সময় আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন। 

কেন্দ্রীয় বিএনপির জলবায়ুবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল জানান, পুলিশের দায়ের করা গায়েবি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের জামিনের জন্য আদালতে আবেদন করলে জামিন মঞ্জুর না করে জেলে পাঠিয়েছেন। বিএনপির দলীয় বড় কোনো কর্মসূচি এলেই পুলিশ গায়েবি মামলা দিয়ে গ্রেপ্তার শুরু করে। তাঁদের জামিনের জন্য উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত