Ajker Patrika

পূর্বধলায় কংস নদে নৌকা ডুবে তিন যাত্রী নিখোঁজ

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ২২: ২১
Thumbnail image

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কংস নদে খেয়া নৌকা পারাপারের সময় ডুবে গিয়ে তিন যাত্রী নিখোঁজ রয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার জামধলা বাজারে কংস নদে খেয়া পারাপারের সময় ৮-১০ যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। পরে ৭ জন সাঁতরে পারে উঠলেও অন্যরা নিখোঁজ থাকেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ঘাটে মাঝি না থাকায় ফেরি নিয়ে ৮ থেকে ১০ যাত্রী নৌকা দিয়ে নদী পার হচ্ছিলেন। এ সময় স্রোতের সঙ্গে নিয়ন্ত্রণ রাখতে না পারায় নৌকাটি ডুবে যায়। পরে পাঁচজন সাঁতরে পারে ওঠেন। বাকি দুজনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন।

পূর্বধলা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সাঈদ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, নিখোঁজ তিনজনকে উদ্ধার করতে কিশোরগঞ্জের ডুবুরি টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এলে উদ্ধারকাজ শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত