ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রাবাসের আসন বরাদ্দ নিয়ে ছাত্রদল-বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। গতকাল রোববার কয়েক দফা সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনার পর ছাত্রদের পল্লীকবি জসীমউদ্দীন হল, কবি নজরুল হল ও ভাষাসৈনিক আহমেদ মালেক হল বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল ৮টার মধ্যে শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের জন্য নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে কলেজে আগামী তিন দিনের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে ওই ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে দুই পক্ষ। আজ সকাল সাড়ে ১০টায় জসীমউদ্দীন হলের সামনে সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে বলেন, সামনে তাঁদের পরীক্ষা, তাই হল ছাড়বেন না। এ ছাড়া হল ছেড়ে গেলে হামলাকারীরা দখল করবে। তবে শিক্ষকদের কাছ থেকে আশ্বাস পেয়ে বেলা আড়াইটার দিকে সাধারণ শিক্ষার্থীরা হল ছেড়ে যাওয়া শুরু করেন।
আর দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রদলের পক্ষ থেকে পাল্টা সংবাদ সম্মেলন করে বলা হয়, শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ করায় ছাত্রদল অপপ্রচারের শিকার হয়েছে। ছাত্রাবাসে অবৈধ সিট দখলকারী, নিষিদ্ধ ও গুপ্ত সংগঠনের অনুসারীরা এর সঙ্গে জড়িত।
কলেজে ছাত্রদের হল সুপার শাহজাহান করীম বলেন, ‘ছাত্রাবাস দখলের চিন্তা কারও নেই। একধরনের রিউমার (গুজব) শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়েছে। আমরা আশ্বাস দেওয়ার পর তাঁরা হল ছাড়ছেন।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, হলে আর কোনো ছাত্র নেই। সবাই যে যাঁর মতো যানবাহনে চড়ে বাড়ি ফিরেছেন। তবে কলেজে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি পুরোপুরি শান্ত।
কলেজের অধ্যক্ষ মো. আমানউল্লাহ বলেন, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মোতায়েন রয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তাঁরা প্রতিবেদন দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রাবাসের আসন বরাদ্দ নিয়ে ছাত্রদল-বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। গতকাল রোববার কয়েক দফা সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনার পর ছাত্রদের পল্লীকবি জসীমউদ্দীন হল, কবি নজরুল হল ও ভাষাসৈনিক আহমেদ মালেক হল বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল ৮টার মধ্যে শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের জন্য নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে কলেজে আগামী তিন দিনের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে ওই ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে দুই পক্ষ। আজ সকাল সাড়ে ১০টায় জসীমউদ্দীন হলের সামনে সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে বলেন, সামনে তাঁদের পরীক্ষা, তাই হল ছাড়বেন না। এ ছাড়া হল ছেড়ে গেলে হামলাকারীরা দখল করবে। তবে শিক্ষকদের কাছ থেকে আশ্বাস পেয়ে বেলা আড়াইটার দিকে সাধারণ শিক্ষার্থীরা হল ছেড়ে যাওয়া শুরু করেন।
আর দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রদলের পক্ষ থেকে পাল্টা সংবাদ সম্মেলন করে বলা হয়, শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ করায় ছাত্রদল অপপ্রচারের শিকার হয়েছে। ছাত্রাবাসে অবৈধ সিট দখলকারী, নিষিদ্ধ ও গুপ্ত সংগঠনের অনুসারীরা এর সঙ্গে জড়িত।
কলেজে ছাত্রদের হল সুপার শাহজাহান করীম বলেন, ‘ছাত্রাবাস দখলের চিন্তা কারও নেই। একধরনের রিউমার (গুজব) শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়েছে। আমরা আশ্বাস দেওয়ার পর তাঁরা হল ছাড়ছেন।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, হলে আর কোনো ছাত্র নেই। সবাই যে যাঁর মতো যানবাহনে চড়ে বাড়ি ফিরেছেন। তবে কলেজে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি পুরোপুরি শান্ত।
কলেজের অধ্যক্ষ মো. আমানউল্লাহ বলেন, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মোতায়েন রয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তাঁরা প্রতিবেদন দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের ২ একর ৩০ শতক খাসজমি অবৈধভাবে দখল করে স্থাপনা তৈরির ঘটনায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে সুগন্ধা পয়েন্টের ওই জমিতে দুদকের কক্সবাজার জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বাবুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
২ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে সাকিব (১৭) নামের এক তরুণ নিহত হয়েছে। আজ সোমবার (৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নিহত সাকিব উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের মোতালেব হোসেনের ছেলে।
১৩ মিনিট আগেকুয়ালালামপুর থেকে বাটিক এয়ারের ওডি-১৬২ ফ্লাইটে গতকাল রোববার (৪ মে) রাত ১১টা ৩৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান মালয়েশিয়া প্রবাসী সুমন। তাঁর ব্যাগেজ স্ক্যানিং করে ভেতরে থাকা সোনার রিং তৈরির মেশিন থেকে ১ কেজি ১৯০ গ্রাম স্বর্ণপিণ্ড এবং ৯৬ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। যার মোট ওজন ১ কেজি ২৮৬ গ্রাম।
১৭ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকাসহ চার দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কেরা। আজ সোমবার রাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তাঁরা।
১৮ মিনিট আগে