মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহে শিয়ালের কামড়ে স্কুলশিক্ষিকাসহ ৫ জনকে আহত হয়েছেন। পরে একটি গরুর ওপর হামলা করতে গেলে শিয়ালটিকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় কৃষক। এদিকে আহতেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আজ বুধবার সকাল ৫টায় মেলান্দহ পৌরসভার বাড়ইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিয়ালের কামড়ে আহতেরা হলেন—স্কুলশিক্ষিকা সীমা রানী, স্থানীয় কৃষক কাশেম আলী, আবুল কাশেম, গৃহবধূ সুফিয়া ও জেসমিন।
স্থানীয়রা বলছে, বুধবার সকাল সাড়ে পাঁচটার দিকে একটি শিয়াল বাড়ইপাড়া এলাকার কাশেম আলীর বাড়িতে ঢুকে আক্রমণ করে। তাঁকে আক্রমণ করেই শিয়ালটি আবার ছুটে গিয়ে স্কুলশিক্ষক সীমা রাণীর বাড়িতে ঢোকে এবং সীমা রাণীকে আক্রমণ করে। এভাবে ওই এলাকায় আরও তিনটি বাড়িতে গিয়ে তিনজনকে আহত করার পর কৃষক নজর আলীর বাড়িতে গিয়ে তাঁর গরুকে আক্রমণ করে। এ সময় নজর আলী শিয়ালটিকে লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলে।
আহত স্কুলশিক্ষিকা সীমা রানী বলেন, ‘আমি সকাল সাড়ে পাঁচটার দিকে বাড়ির উঠান পরিষ্কার করতে ছিলাম। হঠাৎ করেই শিয়াল আসে। প্রথমে দেখে আমি ভাবছিলাম হয়তো কুকুর। যখন দেখলাম আমার দিকে এগিয়ে আসতেছে, তখন ভালো করে দেখি এটা শিয়াল। হাত থাকা ঝাড়ু দিয়ে ফিরাতে গেলেও কোনো লাভ হয়নি, আমাকে এসে আক্রমণ করেছে।’
শিয়ালের কামড়ে আহত কাশেম আলী বলেন, ‘ঘর থেকে বের হয়ে দাঁড়ায় ছিলাম। হঠাৎ করে এসেই আমাকে কামড় শুরু করে শিয়ালটা। কামড় দিয়ে আমাকে মাটিতে ফেলে দেয়। আমার এক আঙুল ছিঁড়ে ফেলেছে।’
এ বিষয়ে কৃষক নজর আলী বলেন, ‘শিয়ালে কাশেম আলীকে কামড়াইছে শুনে সবাই তারে দেখতে যাইতাছে। আমি আবার ঘর থেকে গরু বের করে রাস্তায় বেঁধে রাখছি। এমন সময় শিয়ালটা হঠাৎ করে এসে আমার গরুর গলায় কামড় দিয়ে ধরে রাখছে। পরে লাঠি দিয়ে মাথায় মাইর দিছি। দেখি শিয়ালের কিছুই হয় নাই, আমাকে কামড়াতে আসছে। পরে আরেকটা মাইর দিছি, তখন শিয়ালটা মাটিতে পড়ে যায়।’
আহতদের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক সাদিয়া চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে পাঁচটা থেকে শিয়াল আক্রমণ করে ৫ জনকে আহত করে। পরে তারা উপজেলা হাসপাতালে আসলে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তাঁরা বাড়ি ফিরেছে।’
জামালপুরের মেলান্দহে শিয়ালের কামড়ে স্কুলশিক্ষিকাসহ ৫ জনকে আহত হয়েছেন। পরে একটি গরুর ওপর হামলা করতে গেলে শিয়ালটিকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় কৃষক। এদিকে আহতেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আজ বুধবার সকাল ৫টায় মেলান্দহ পৌরসভার বাড়ইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিয়ালের কামড়ে আহতেরা হলেন—স্কুলশিক্ষিকা সীমা রানী, স্থানীয় কৃষক কাশেম আলী, আবুল কাশেম, গৃহবধূ সুফিয়া ও জেসমিন।
স্থানীয়রা বলছে, বুধবার সকাল সাড়ে পাঁচটার দিকে একটি শিয়াল বাড়ইপাড়া এলাকার কাশেম আলীর বাড়িতে ঢুকে আক্রমণ করে। তাঁকে আক্রমণ করেই শিয়ালটি আবার ছুটে গিয়ে স্কুলশিক্ষক সীমা রাণীর বাড়িতে ঢোকে এবং সীমা রাণীকে আক্রমণ করে। এভাবে ওই এলাকায় আরও তিনটি বাড়িতে গিয়ে তিনজনকে আহত করার পর কৃষক নজর আলীর বাড়িতে গিয়ে তাঁর গরুকে আক্রমণ করে। এ সময় নজর আলী শিয়ালটিকে লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলে।
আহত স্কুলশিক্ষিকা সীমা রানী বলেন, ‘আমি সকাল সাড়ে পাঁচটার দিকে বাড়ির উঠান পরিষ্কার করতে ছিলাম। হঠাৎ করেই শিয়াল আসে। প্রথমে দেখে আমি ভাবছিলাম হয়তো কুকুর। যখন দেখলাম আমার দিকে এগিয়ে আসতেছে, তখন ভালো করে দেখি এটা শিয়াল। হাত থাকা ঝাড়ু দিয়ে ফিরাতে গেলেও কোনো লাভ হয়নি, আমাকে এসে আক্রমণ করেছে।’
শিয়ালের কামড়ে আহত কাশেম আলী বলেন, ‘ঘর থেকে বের হয়ে দাঁড়ায় ছিলাম। হঠাৎ করে এসেই আমাকে কামড় শুরু করে শিয়ালটা। কামড় দিয়ে আমাকে মাটিতে ফেলে দেয়। আমার এক আঙুল ছিঁড়ে ফেলেছে।’
এ বিষয়ে কৃষক নজর আলী বলেন, ‘শিয়ালে কাশেম আলীকে কামড়াইছে শুনে সবাই তারে দেখতে যাইতাছে। আমি আবার ঘর থেকে গরু বের করে রাস্তায় বেঁধে রাখছি। এমন সময় শিয়ালটা হঠাৎ করে এসে আমার গরুর গলায় কামড় দিয়ে ধরে রাখছে। পরে লাঠি দিয়ে মাথায় মাইর দিছি। দেখি শিয়ালের কিছুই হয় নাই, আমাকে কামড়াতে আসছে। পরে আরেকটা মাইর দিছি, তখন শিয়ালটা মাটিতে পড়ে যায়।’
আহতদের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক সাদিয়া চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে পাঁচটা থেকে শিয়াল আক্রমণ করে ৫ জনকে আহত করে। পরে তারা উপজেলা হাসপাতালে আসলে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তাঁরা বাড়ি ফিরেছে।’
সিলেটের গোয়াইনঘাটে মিষ্টির দোকানে এক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার জাফলংয়ের মামার বাজার মন্দিরসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম রাজীব সরকার (৩০)। তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে।
৩২ মিনিট আগেরাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধন থেকে তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
৩৪ মিনিট আগেসুনামগঞ্জ মেডিকেল কলেজে দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
৪২ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে এক যুবক তাঁর স্ত্রীকে খোলা তালাক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক বছরের স্বামী–স্ত্রীর দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন বলে দাবি আব্দুর রহিমের ছেলে মো. সোহাগ ইসলামের।
১ ঘণ্টা আগে