Ajker Patrika

বিএনপির রানিং সেক্রেটারি কীভাবে আওয়ামী লীগে ঢুকেছে? 

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১২: ১৫
বিএনপির রানিং সেক্রেটারি কীভাবে আওয়ামী লীগে ঢুকেছে? 

ইসলামপুর উপজেলা বিএনপির রানিং সেক্রেটারি কীভাবে আওয়ামী লীগে ঢুকেছে—এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন জামালপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসেন আরা।

গতকাল শনিবার বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারীকে উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক করায় ক্ষুব্ধ হয়ে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এমন প্রশ্ন করেন। 

ইসলামপুর আসনের এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সভাপতিত্বে স্থানীয় জনতা মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় নিজেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে প্রার্থী উল্লেখ করে সম্মেলন বিষয়ে তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি মর্মে অভিযোগ করেন সাংসদ হোসনে আরা। তিনি বলেন, 'আমি সভাপতি পদে প্রার্থী হয়ে কোনো দোষ করেছি কি না? প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি সভাপতি পদে প্রার্থী হয়েছি। আমাকে সম্মেলনের ডেলিগেট কার্ড দেওয়া হয়নি। কোনো কিছু বলাও হয়নি। এই সম্মেলনে আমাকে হেয়প্রতিপন্ন করা হয়েছে।'

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং প্রমুখ।

বক্তব্যে এমপি হোসনে আরা আরও বলেন, 'জামায়াত-বিএনপির নেতাকর্মীরা কোনোভাবেই যাতে আওয়ামী লীগের কমিটিতে স্থান না পায়, সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।'

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস ছালামের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী। 

পরে সাংসদ হোসনে আরা তাঁর প্রার্থিতা প্রত্যাহার করায় প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আগামী তিন বছরের জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে এমপি ফরিদুল হক খান দুলাল এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুস ছালামের নাম ঘোষণা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত