Ajker Patrika

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা মামলায় স্কুল পরিচালক গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১১ জুন ২০২৩, ২০: ১৩
শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা মামলায় স্কুল পরিচালক গ্রেপ্তার

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা মামলায় স্কুল পরিচালক মো. আবুল কালাম আজাদকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ রোববার দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল শনিবার রাত ২টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আবুল কালাম আজাদ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হাপানিয়া গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে। 

মামলা ও গ্রেপ্তার আবুল কালামকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, পূর্বধলার ফাজিলপুর বাজারে অবস্থিত রাবিয়া মাহমুদ মডেল স্কুলের পরিচালক আবুল কালাম দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণির তিন শিশু শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করছিলেন। এক শিক্ষার্থীকে স্কুল ছুটির পর কৌশলে ডেকে নিয়ে স্কুলের বাথরুমে ও তাঁর কক্ষে যৌন নির্যাতন করতেন। এতে ওই শিক্ষার্থীরা স্কুলে যেতে চাইত না। স্কুলে যাওয়ার কথা বললে কান্নাকাটি শুরু করে। 

বিষয়টি এক শিক্ষার্থী গত সোমবার তার পরিবারকে জানায়। পরে ওই শিক্ষার্থীর নানা বাদী হয়ে আবুল কালামের বিরুদ্ধে পূর্বধলায় থানায় ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পলাতক ছিলেন তিনি। আরও দুই শিক্ষার্থীকে আবুল কালাম যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ ওঠে। 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযুক্ত আবুল কালামকে আগামীকাল সোমবার সকালে আদালতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত