Ajker Patrika

শ্রীবরদীতে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২৪, ২০: ১২
শ্রীবরদীতে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত ও একজন আহত হয়েছেন। 

আজ শুক্রবার দুপুরে শেরপুর-শ্রীবরদী সড়কের শ্রীবরদী উপজেলার ভারেরা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্রীবরদীর কুড়িকাহনীয়া বাজার এলাকার মকুল মিয়ার ছেলে মো. হৃদয় (১৯) ও তারা মিয়ার ছেলে মো. ফয়সাল (১৯)। আর আহত যুবক হলেন মাসুদ পারভেজের ছেলে মো. তৌহিদ (২০)। হতাহতরা পরস্পর বন্ধু। তাঁদের সবার বাড়ি শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া এলাকায়।  

আহত তৌহিদকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে তিন যুবক মোটরসাইকেল যোগে উপজেলার কুড়িকাহনীয়া বাজার হতে শ্রীবরদী বাজারে আসছিলেন। এ সময় শেরপুর-শ্রীবরদী সড়কের ভারেরা মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হৃদয় মারা যান। গুরুতর আহত হন ফয়সাল ও তৌহিদ। 

স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ মোটরসাইকেল ও অটোরিকশাটি আটক করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত