Ajker Patrika

সাব-রেজিস্ট্রারের মামলায় গ্রেপ্তার আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
সাব-রেজিস্ট্রারের মামলায় গ্রেপ্তার আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

জামালপুরের বকশীগঞ্জ সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান মোহাম্মদ তামিমের দায়ের করা হত্যার হুমকির মামলায় দলিল লেখক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ইলিয়াছ আলীর মুক্তির দাবিতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। একই সময় বকশীগঞ্জ থেকে সাব-রেজিস্ট্রার তামিমের অপসারণের দাবিও করেছেন তাঁরা। 

আজ শুক্রবার (২৯ মার্চ) বিকেলে পৌর শহরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় এবং পৌর আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীন। শত শত নেতা-কর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি পৌর শহরে প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে নেতা-কর্মীরা। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৭ মার্চ) বিকেলে রেহেনা বেগম নামে এক নারী তাঁর বোন রুবিনা বেগমের নামে হেবা দান দলিল করতে যান সাব-রেজিস্ট্রার কার্যালয়ে। তাঁদের পক্ষে এক দলিল লেখক সাব-রেজিস্ট্রারের নিকট হেবা দান দলিলটি উপস্থাপন করেন। ওই হেবা দান দলিলের শুনানীকালে সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান মোহাম্মদ তামিম ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন কতিপয় দলিল লেখক। 

এ সময় ১৫-২০ জন দলিল লেখক সাব-রেজিস্ট্রারের খাস কামরায় ঢুকে দলিল, অবিকল নকল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিঁড়ে ফেলেন এবং সাব-রেজিস্ট্রারকে খাস কামরায় অবরুদ্ধ করেন। পরে থানা-পুলিশ সাব-রেজিস্ট্রার তামিমকে উদ্ধার করেন। এনিয়ে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ফিরোজ মিয়া, সাবেক সভাপতি আলী হাসান খোকা, দলিল লেখক শহিদুল্লাহসহ ২২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাব-রেজিস্ট্রার। 

গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার মেরুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক ইলিয়াছ আলীকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। 

আজ শুক্রবার (২৯ মার্চ) দুপুরে বকশীগঞ্জ থানা-পুলিশ ইলিয়াছ আলীকে জামালপুর জেলা জজ ও দায়রা আদালতের হাজির করলে সংশ্লিষ্ট বিচারকের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

পৌর আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীন বলেন, ‘সাব-রেজিস্ট্রার উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে আওয়ামী লীগ নেতা ইলিয়াছ আলীকে গ্রেপ্তার করেছে। আমরা ইলিয়াছ আলীর মুক্তিসহ বকশীগঞ্জ থেকে সাব-রেজিস্ট্রারকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছি।’ 

বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়। ছবি: আজকের পত্রিকা সাব-রেজিস্ট্রার আবদুর রহমান মোহাম্মদ তামিম বলেন, ‘আমি আইনানুগ পদক্ষেপ গ্রহণ করেছি। কারা আমার অপসারণের দাবিতে মিছিল করল, সেটা দেখার বিষয় না। জালিয়াত চক্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দলিল লেখকরা আমার ওপর ক্ষিপ্ত হয়ে ষড়যন্ত্র শুরু করেছে।’ 

এ ব্যাপারে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ফিরোজ মিয়া বলেন, ‘সাব-রেজিস্ট্রারের অনিয়ম-দুনীর্তির প্রতিবাদ করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করে আমাদের হয়রানি করা হচ্ছে। আমরা ন্যায্য অধিকার বঞ্চিত হচ্ছি। সাব-রেজিস্ট্রার তামিমের অসদাচরণে আমরা অতিষ্ট।’ 

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, ‘সাব-রেজিস্ট্রার তামিমের অভিযোগের প্রেক্ষিতে ইলিয়াছ আলী নামে এক দলিল লেখককে আদালতে সোপর্দ করা হলে, সংশ্লিষ্ট বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত