Ajker Patrika

ময়মনসিংহে অভিভাবকদের সঙ্গে নিয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৪: ৩৭
ময়মনসিংহে অভিভাবকদের সঙ্গে নিয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, মামলা ও হয়রানি বন্ধসহ ছাত্রসমাজের ৯ দফা দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বুধবার সকালে নগরীর জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে আনন্দমোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, নাসিরাবাদ কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা জানান, গণহত্যার বিচারসহ সব দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না। অনেক শিক্ষার্থীর সঙ্গে তাঁদের অভিভাবকেরাও সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান, আরিফুল ইসলাম, রাকিবসহ অনেকে উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেষ্টনীর মধ্যে বেলা ১১টায় শুরু হওয়া বিক্ষোভ সমাবেশ চলে দুপুর ১২টা পর্যন্ত। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে টাউন হল মোড়ে গিয়ে কর্মসূচি শেষ করেন।

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা তাঁদের অধিকার আদায়ে আন্দোলন করবে, সেটা সবাই সমর্থন করে। তবে কেউ যেন তাঁদের আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা করতে না পারে, সে জন্য নগরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।ময়মনসিংহে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত