Ajker Patrika

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে এক শিশু ও বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ফাজিলপুর ও পশ্চিম মৌদাম গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন—উপজেলার খলিশাউড় ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন (৯১) ও পশ্চিম মৌদাম গ্রামের বকুল মিয়ার ছেলে মাসুদ (২)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির সামনে বড় বোনের সঙ্গে খেলা করছিল শিশু মাসুদ। সবার অজান্তে পাশের একটি গর্তে পড়ে যায় সে। দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে একপর্যায়ে গর্ত থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিশুটিকে মৃত ঘোষণা করে। 

অন্যদিকে সকালে বাড়ির পশ্চিমে পুকুরে গোসল করতে যান হাজেরা। দুপুর পর্যন্ত বাড়ি না ফেরায় সবাই খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল শেষে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত