Ajker Patrika

চাকরি নিতে গিয়ে গ্রেপ্তার ধর্ষণ মামলার আসামি

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
চাকরি নিতে গিয়ে গ্রেপ্তার ধর্ষণ মামলার আসামি

জামালপুরের মেলান্দহে শিশু ধর্ষণ মামলার আসামি শরিফুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা-পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার শরিফুল ইসলাম মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কাজাইকাটা এলাকার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ময়মনসিংহের ফুলবাড়ীয়ার একটি নুরানি মাদ্রাসায় চাকরি নিতে গেলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মেলান্দহে শরিফুল ইসলাম একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন এবং মসজিদে ইমামতি করতেন। গত বুধবার বিকেলে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করে পালিয়ে যান তিনি। পরে মোবাইল নম্বর পরিবর্তন করে ময়মনসিংহে অবস্থান করেন। সেখানে মাদ্রাসায় চাকরির জন্য চেষ্টা করছিলেন। শরিফুলকে মাদ্রাসায় চাকরি দেওয়ার কথা বলে কৌশলে পুলিশ তাঁকে ফোনে ডেকে নিয়ে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, শিশু ধর্ষণ মামলার আসামি শরিফুল ইসলামকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালত সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত