বাকৃবি প্রতিনিধি
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় চার সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট হল প্রশাসন। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমানকে সভাপতি এবং কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. রিফাত আরা জান্নাত তমাকে সদস্যসচিব করা হয়েছে।
সদস্য হিসেবে আছেন, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাহমুদা নাসরিন এবং মেরিন ফিশারিজ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর গোলাম মোহাম্মদ মোস্তাকিম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ নভেম্বর (মঙ্গলবার) রাতে বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের গেস্টরুমে সংঘটিত অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন প্রদানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হলো।
এর আগে ২১ নভেম্বর (মঙ্গলবার) রাতে বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের গেস্টরুমে এক শিক্ষার্থীকে মধ্যরাতে ডেকে নিয়ে মুখ বেঁধে শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে হল ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বুধবার হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দেন মুরছালিন মুস্তাকিন মাফি নামে ওই ভুক্তভোগী। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এ বিষয়ে তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. গোপাল দাস আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনার প্রেক্ষিতে তদন্ত কমিটি করেছি। কমিটি সময়মতো প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে বাকৃবির আবাসিক হলে মধ্যরাতে গেস্টরুমে ডেকে নিয়ে ছাত্রী নির্যাতন ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতির ওপর হামলার ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
আজ সংগঠনের সভাপতি রিফা সাজিদা ও সাধারণ সম্পাদক সঞ্জয় রায় এক বিবৃতিতে উভয় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় চার সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট হল প্রশাসন। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমানকে সভাপতি এবং কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. রিফাত আরা জান্নাত তমাকে সদস্যসচিব করা হয়েছে।
সদস্য হিসেবে আছেন, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাহমুদা নাসরিন এবং মেরিন ফিশারিজ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর গোলাম মোহাম্মদ মোস্তাকিম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ নভেম্বর (মঙ্গলবার) রাতে বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের গেস্টরুমে সংঘটিত অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন প্রদানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হলো।
এর আগে ২১ নভেম্বর (মঙ্গলবার) রাতে বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের গেস্টরুমে এক শিক্ষার্থীকে মধ্যরাতে ডেকে নিয়ে মুখ বেঁধে শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে হল ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বুধবার হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দেন মুরছালিন মুস্তাকিন মাফি নামে ওই ভুক্তভোগী। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এ বিষয়ে তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. গোপাল দাস আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনার প্রেক্ষিতে তদন্ত কমিটি করেছি। কমিটি সময়মতো প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে বাকৃবির আবাসিক হলে মধ্যরাতে গেস্টরুমে ডেকে নিয়ে ছাত্রী নির্যাতন ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতির ওপর হামলার ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
আজ সংগঠনের সভাপতি রিফা সাজিদা ও সাধারণ সম্পাদক সঞ্জয় রায় এক বিবৃতিতে উভয় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে। রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশে আজ শনিবার রাত ৮টার দিকে তাঁকে বদলি করা হয়। এর আগে ২ এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সাংবাদিকেরা ওস
২ মিনিট আগেবাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
৯ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩৬ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৪২ মিনিট আগে