Ajker Patrika

নালিতাবাড়ীতে সরিষার তেলকে সহজলভ্য করতে প্রশাসনের উদ্যোগ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
নালিতাবাড়ীতে সরিষার তেলকে সহজলভ্য করতে প্রশাসনের উদ্যোগ

শেরপুরের নালিতাবাড়ীতে ভোজ্যতেল হিসেবে সরিষার তেলকে সহজলভ্য করার বিশেষ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, ভেটেরিনারি সার্জন ডা. আবু সায়েম, কৃষি সম্প্রসারণ কর্ম্লকর্তা মওদুদ আহমেদ, মো. আনোয়ার হোসেন, উদ্যোক্তা মোস্তফা কামাল, ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিল। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী দুই লিটার খাঁটি সরিষার তেল ৫০০ টাকা ও পাঁচ লিটার সরিষার তেল ১২০০ টাকায় বিক্রির সিদ্ধান্ত হয়। উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও উদ্যোক্তা মোস্তফা কামাল এই তেল সরবরাহ করবে। 

কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর উপজেলায় ১ হাজার ২১০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়। চলতি ২০২৩-২৪ অর্থবছরে উপজেলায় সরিষার আবাদ বৃদ্ধি পেয়ে হয়েছে ২ হাজার ১৭৩ হেক্টর। গত বছরে পতিত থাকা ৯৬৩ হেক্টর জমিও এবার সরিষা আবাদের আওতায় এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত