Ajker Patrika

যমুনার দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক ছাঁটাই বাতিলের দাবিতে বিক্ষোভ 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৫: ৪০
যমুনার দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক ছাঁটাই বাতিলের দাবিতে বিক্ষোভ 

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সারকারখানার দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক ছাঁটাই বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকেরা। আজ রোববার সকালে কারখানা চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন তাঁরা। 

জানা যায়, উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সারকারখানা থেকে অবৈধভাবে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। এরই প্রতিবাদে আজ সকালে কারখানার প্রধান ফটকে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ শ্রমিকেরা। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সময়ে প্রায় ৩ বছর আগে মেসার্স জান্নাত এন্টারপ্রাইজ যমুনা সার কারখানার ঠিকাদার নিযুক্ত করা হয়। ঠিকাদার নিযুক্ত করার পর ১৮৬ জন দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিক ছাঁটাই করে বিসিআইসি কর্তৃপক্ষ তাঁদের অবৈধভাবে ছাঁটাই করা হয়েছে বলে দাবি করেছেন শ্রমিকেরা। 

ছাঁটাই হওয়া শ্রমিকেরা তাঁদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা মেসার্স জান্নাত এন্টারপ্রাইজকে অবৈধ ঠিকাদার বলে অভিযুক্ত করেছে। মেসার্স জান্নাত এন্টারপ্রাইজের পাওনা বিল উত্তোলন বন্ধে নানা অপতৎপরতা চালিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। পরে থানায় সাধারণ ডায়েরি করে পুলিশের সহযোগিতায় বিল উত্তোলন করা হয় বলে যমুনার নিযুক্ত ঠিকাদার দাবি করেছেন। 

বিক্ষোভ চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে সার কারখানা ফটকে পুলিশ মোতায়েন করা হয়। ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ করেন শ্রমিকেরা। 

মেসার্স জান্নাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাখাওয়াতুল আলম মুকুল বলেন, আমার ঠিকাদারি লাইসেন্স চলতি বছরের জুন পর্যন্ত বিসিআইসি অনুমোদন দিয়েছে। কাজেই লাইসেন্স অবৈধ হওয়ার কোনো কারণ নেই। 

সাখাওয়াতুল আলম মুকুল আরও বলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শ্রমিকদের দিয়ে কারখানায় ঝামেলা সৃষ্টির পাঁয়তারা করছেন। শুধু তাই নয়, তাঁরা নানা অপতৎপরতায় মেসার্স জান্নাত এন্টারপ্রাইজের বিল আটকে গিয়েছিল। পরে সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করে বিল উত্তোলন করা হয়। 

এ বিষয়ে সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রীর সময়ে অবৈধভাবে কিছু শ্রমিক ছাঁটাই করে অন্য শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়। ওই শ্রমিকেরা ছাঁটাই বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। 

যমুনা সারকারখানার জিএম (প্রশাসন) মোহাম্মদ শহীদুল্লাহ্ খান বলেন, শ্রমিক ছাঁটাই ও নিয়োগ দেওয়ার বিষয়টির পুরোটাই বিসিআইসির এখতিয়ারভুক্ত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

উদ্দীপনের ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব মিহির কান্তির বিরুদ্ধে ৬ মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত