Ajker Patrika

নেত্রকোনায় চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ভাঙচুর ও লুটের অভিযোগ

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনায় চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ভাঙচুর ও লুটের অভিযোগ

নেত্রকোনার বারহাট্টায় সিংধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী মো. সুজন চৌধুরীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা ঘরের আসবাবপত্র ও জানালার কাচ ভাঙচুর করে। এ ছাড়া ঘরে থাকা তিন লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। 

গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভাটিপাড়ায় গ্রামের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন সুজন চৌধুরী। 

সুজন বলেন, হামলার সুবিধার্থে প্রথমে বাড়ির সামনের পুকুরপাড়ে স্থাপিত বেশ কয়েকটি বৈদ্যুতিক বাল্ব ভেঙে এলাকা অন্ধকার করে দুর্বৃত্তরা। পরে ঘরে ঢুকে ভাঙচুর চালায়। 

সুজন জানান, ঘটনার সময় আমি ঘরে ছিলাম না। আমাকে হত্যা করার উদ্দেশে এ হামলা চালায় দুর্বৃত্তরা। যাওয়ার সময় ঘরে থাকা ৩ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। তাদের হামলায় ভাতিজা শেখ মো. কামরুল মিয়া (৪০) ও মো. রেহান মিয়া (৩৮) আহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে। 

সুজন চৌধুরী অভিযোগ করে বলেন, পুরো ঘটনা প্রতিপক্ষ নৌকার প্রার্থী শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চনের লোকজনের কাজ। 

আহত কামরুল মিয়া বলেন, ১০-১২ জন মুখোশ পরা একদল লোক বাড়িতে এসে হামলা চালায়। তারা এসেই বাল্ব, চেয়ার ও জানালা ভেঙেছে। 

মাহবুব মুর্শেদ কাঞ্চনের ছেলে মাহাবুব তন্ময় বলেন, আমি নাটোরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন কার্যালয়ে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছি। গত বুধবার সন্ধ্যায় ৬টায় অফিস থেকে বের হয়ে ১০টার পর্যন্ত অফিসার্স ক্লাবে ছিলাম। বাবা নির্বাচন করছেন। আমি যাতে নির্বাচনের দিন এলাকায় যেতে না পারি সে জন্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। 

এ বিষয়ে জানতে মাহাবুব মুর্শেদ কাঞ্চনের নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন কেটে দেন। 

এ ব্যাপারে বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত