Ajker Patrika

জলাবদ্ধতায় নষ্ট হয়ে যাচ্ছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘গ্রীণ নার্সারী’

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
Thumbnail image

ভারী বর্ষণের পর জলাবদ্ধতায় নষ্ট হয়ে যাচ্ছে গত বছর জাতীয় পুরস্কার প্রাপ্ত দেশ সেরা ‘গ্রীণ নার্সারী’। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে ২২০ শতক জমিতে গড়ে ওঠা এ নার্সারিতে বর্তমানে ১ লাখের বেশি চারাগাছ রয়েছে। ইতিমধ্যে ৫৩ হাজার চারা গাছ মারা যাচ্ছে জমে থাকা পানির কারণে। এতে প্রায় ২৪ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন নার্সারির মালিক মো. গাজী মামুদ। 

জানা যায়, ১৯৯৬ সালে এ নার্সারিটি গড়ে তোলেন গাজী মামুদের বাবা গাজী ছমির উদ্দিন। তাঁর মৃত্যুর পর থেকে মামুদ দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে উপজেলা ও জেলায় বারবার প্রথমস্থান অর্জন করেছে গ্রীণ নার্সারী। 

নার্সারির মালিক গাজী মামুদ বলেন, সম্প্রতি টানা ভারী বর্ষণে নার্সারিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বাগানের ভিয়েতনামী মাল্টা ৮ হাজার, বারী-১ মাল্টা ২০ হাজার, আমড়া হাইব্রিড ৫ হাজার, সফেদা, শরলা, নাশপতি, তেজপাতা, লটকন, লেবু, এলাচিসহ শোভাবর্ধনকারী ২০ হাজার চারাগাছ মারা যাচ্ছে। 

গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বলেন, ‘দাড়িয়াপুর গ্রামের গ্রীণ নার্সারিটি জাতীয় পুরস্কারপ্রাপ্ত। সম্প্রতি বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে এটিসহ উপজেলার আরও ৪-৫টি নার্সারির চারাগাছ মারা যাচ্ছে। আমরা ক্ষতি পরিমাপের একটি তালিকা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত