নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে নির্মাণকাজ শেষ হওয়ার চার মাস না যেতেই সড়কের পাশে প্যালাসাইডিংয়ের সিসি ব্লকে ফাটল দেখা দিয়েছে। নদীর পাড়ে সড়কের সুরক্ষার জন্য ব্যবহৃত প্যালাসাইডিং ব্লকের নিচের মাটি সরে গিয়ে বড় ধরনের ফাটলের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় ধসে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
উপজেলা স্থানীয় সরকাল প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, উপজেলার মুশুল্লী ইউনিয়নের কালীগঞ্জ বাজার-তাড়াইল তিন কিলোমিটার সড়কটি ২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ শেষ হয়েছে। সড়কটি পাকাকরণ ও প্যালাসাইডিংয়ের কাজও শেষ হয়েছে। সড়কের কালীগঞ্জ বাজারসংলগ্ন নরসুন্দা নদীর পাড় ঘেঁষে যাওয়া ওই প্যালাসাইডিংয়ের কাজ শেষ করেছেন ভাটিবাংলা কনস্ট্রাকশন এন্টারপ্রাইজের স্বত্বাধিকার ঠিকাদার মুর্শেদ ফকির।
সরেজমিনে দেখা গেছে, নরসুন্দা নদীর পাড়ে স্থাপিত প্যালাসাইডিংয়ের সিসি ব্লকের নিচে মাটি সরে গিয়ে ব্লকগুলো আলাদা হয়ে গেছে। ফলে যেকোনো সময় ধসে যেতে পারে সড়কটি। এ ছাড়া ওই সড়কের অন্যান্য নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় অনিয়মের অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দা নুরুল হক ও বুলু মিয়া জানান, আওয়ামী লীগের দলীয় ঠিকাদার হওয়ায় কেউ কিছু বলতে পারেনি। ফলে দায়সারা কাজ করেছে। এ ছাড়া নদীর পাড়ে বড় বড় গাছ ছিল, গাছগুলোর শিকর ঠিকমতো না তুলে সেখানে মাটি ভালোভাবে না বসিয়ে ব্লক বসিয়েছে। ব্লক বসানোর সময় ওই ঠিকাদারকে বলা হয়েছিল গাছগুলোর শিকর ভালোভাবে তোলার জন্য, কিন্তু তা করেনি। তখন প্রতি-উত্তরে ঠিকাদার বুলু মিয়াকে হুমকি দিয়ে বলেন, ‘তুই কি ইঞ্জিনিয়ার, তুই আমাকে জ্ঞান দিতে আইছস?’
এ বিষয়ে ভাটিবাংলা কনস্ট্রাকশন এন্টারপ্রাইজের স্বত্বাধিকার মোর্শেদ ফকিরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ব্লকের নিচের মাটি সরে গেছে, তাই ফাটল দেখা দিয়েছে। নদীর পানি শুকালে মাটি দিয়ে ব্লক বসানো হবে।’
নান্দাইল উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, সড়কের ফাইনাল বিল পরিশোধ করা হয়নি। ভেঙে যাওয়া প্যালাসাইডিং ঠিকাদারকে পুনরায় নির্মাণ করে দিতে হবে। এ ছাড়া বিষয়টি তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহের নান্দাইলে নির্মাণকাজ শেষ হওয়ার চার মাস না যেতেই সড়কের পাশে প্যালাসাইডিংয়ের সিসি ব্লকে ফাটল দেখা দিয়েছে। নদীর পাড়ে সড়কের সুরক্ষার জন্য ব্যবহৃত প্যালাসাইডিং ব্লকের নিচের মাটি সরে গিয়ে বড় ধরনের ফাটলের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় ধসে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
উপজেলা স্থানীয় সরকাল প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, উপজেলার মুশুল্লী ইউনিয়নের কালীগঞ্জ বাজার-তাড়াইল তিন কিলোমিটার সড়কটি ২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ শেষ হয়েছে। সড়কটি পাকাকরণ ও প্যালাসাইডিংয়ের কাজও শেষ হয়েছে। সড়কের কালীগঞ্জ বাজারসংলগ্ন নরসুন্দা নদীর পাড় ঘেঁষে যাওয়া ওই প্যালাসাইডিংয়ের কাজ শেষ করেছেন ভাটিবাংলা কনস্ট্রাকশন এন্টারপ্রাইজের স্বত্বাধিকার ঠিকাদার মুর্শেদ ফকির।
সরেজমিনে দেখা গেছে, নরসুন্দা নদীর পাড়ে স্থাপিত প্যালাসাইডিংয়ের সিসি ব্লকের নিচে মাটি সরে গিয়ে ব্লকগুলো আলাদা হয়ে গেছে। ফলে যেকোনো সময় ধসে যেতে পারে সড়কটি। এ ছাড়া ওই সড়কের অন্যান্য নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় অনিয়মের অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দা নুরুল হক ও বুলু মিয়া জানান, আওয়ামী লীগের দলীয় ঠিকাদার হওয়ায় কেউ কিছু বলতে পারেনি। ফলে দায়সারা কাজ করেছে। এ ছাড়া নদীর পাড়ে বড় বড় গাছ ছিল, গাছগুলোর শিকর ঠিকমতো না তুলে সেখানে মাটি ভালোভাবে না বসিয়ে ব্লক বসিয়েছে। ব্লক বসানোর সময় ওই ঠিকাদারকে বলা হয়েছিল গাছগুলোর শিকর ভালোভাবে তোলার জন্য, কিন্তু তা করেনি। তখন প্রতি-উত্তরে ঠিকাদার বুলু মিয়াকে হুমকি দিয়ে বলেন, ‘তুই কি ইঞ্জিনিয়ার, তুই আমাকে জ্ঞান দিতে আইছস?’
এ বিষয়ে ভাটিবাংলা কনস্ট্রাকশন এন্টারপ্রাইজের স্বত্বাধিকার মোর্শেদ ফকিরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ব্লকের নিচের মাটি সরে গেছে, তাই ফাটল দেখা দিয়েছে। নদীর পানি শুকালে মাটি দিয়ে ব্লক বসানো হবে।’
নান্দাইল উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, সড়কের ফাইনাল বিল পরিশোধ করা হয়নি। ভেঙে যাওয়া প্যালাসাইডিং ঠিকাদারকে পুনরায় নির্মাণ করে দিতে হবে। এ ছাড়া বিষয়টি তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
এবার ২২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, আজ সকাল ৯টা পর্যন্ত এই কেন্দ্রের ৫টি ইউনিট হতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২২১ মেগ
৮ মিনিট আগেসাতক্ষীরার তালা উপজেলায় মোটরসাইকেল কেনা নিয়ে পারিবারিক কলহের জেরে মো. হাবিবুর মোড়ল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার আটারই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর ওই গ্রামের আব্দুল্লাহ মোড়লের ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক।
১ ঘণ্টা আগেচাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে সদর আর্মি ক্যাম্প থেকে অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান এই তথ্য জানান।
১ ঘণ্টা আগেরাজধানী ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মেহেরপুরের গাংনী উপজেলার এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাইলস্টান স্কুলের ওই ঘটনায় মেয়েকে আনতে গিয়ে প্রাণ হারান গাংনীর মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মেয়ে রজনী খাতুন (৩৭)। তবে রজনী খাতুনের মেয়ে ঝুমঝুম খাতুন...
২ ঘণ্টা আগে