Ajker Patrika

কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে জলাবদ্ধতা, পরীক্ষার খাতা নষ্ট 

কাজী নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
Thumbnail image

অতিবৃষ্টিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জলাবদ্ধতা তৈরি হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় গত বৃহস্পতি ও শুক্রবারের বৃষ্টিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। এতে পরীক্ষার সংরক্ষিত খাতা নষ্টসহ বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। 

সরেজমিনে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নিচতলার ডাম্পিং স্টোরে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের জিনিসপত্র থাকলেও নির্দিষ্ট কেউ ডাম্পিং স্টোরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন না। 

ডাম্পিং স্টোরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর এমনকি আবাসিক হলের জিনিসপত্রও রাখা ছিল। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে, এক পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরেরই ৭ থেকে ৮ হাজার খাতা নষ্ট হয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল হালিম বলেন, ‘এটি একটি আকস্মিক দুর্যোগ। এর জন্য কেউ প্রস্তুত ছিলেন না।’ বিপুলসংখ্যক পরীক্ষার খাতা নষ্ট হলেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চলমান সেমিস্টার পরীক্ষা অব্যাহত রাখা যাবে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক। 

ডাম্পিং স্টোরে রাখা শিক্ষক লাউঞ্জের জন্য আনা দুটি সোফা, দুটি ফটোকপি মেশিন, আবাসিক হলের ৫২টি খাট, প্রকৌশল দপ্তর ও পরিবহন পুলের কিছু পুরো সামগ্রী (নিলামে বিক্রির জন্য রাখা ছিল) পানিতে নষ্ট হয়েছে বলে সরেজমিনে জানা গেছে। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হুমায়ুন কবীর বলেন, ‘দুর্যোগের পর সামগ্রিক বিষয়ে একটি কমিটি করা হয়েছে। খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত