Ajker Patrika

কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৮: ১৫
কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের হামলায় আহত আবুল বাসার বাদশা মিয়া। ছবি: আজকের পত্রিকা
কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের হামলায় আহত আবুল বাসার বাদশা মিয়া। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দাউদকান্দিতে আবুল বাসার বাদশা মিয়া (৪২) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার বারপাড়া মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর হঠাৎ একদল মুখোশধারী দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে বাদশাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বাদশা বারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী। তিনি জানান, চার থেকে পাঁচজন দুর্বৃত্ত একাধিক মোটরসাইকেলে এসে অতর্কিত তাঁর ওপর হামলা চালায়। তাঁর ধারণা, স্থানীয় বালু ব্যবসাকে কেন্দ্র করে এই হামলা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত