জাককানইবি প্রতিনিধি
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কঠোর সতর্কতার নোটিশ থাকা সত্ত্বেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) থামছে না র্যাগিং। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং আশপাশের মেসগুলোতে রাত নামলেই শুরু হয় ম্যানার শেখানোর নামে নবীন শিক্ষার্থীদের ওপর মানসিক নির্যাতন। গভীর রাত পর্যন্ত, কখনো কখনো রাতভর চলে এই র্যাগিং।
প্রশাসন বলছে, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার র্যাগিংয়ের প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের এক ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
এ ছাড়াও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর অভিভাবক বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কাছে অভিযোগ করে বলেন, তাঁর ছেলেকে গতরাতে সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত মানসিক নির্যাতন করা হয়েছে। কিন্তু ভয়ে তিনি নাম পর্যন্ত বলতে নারাজ।
লিখিত অভিযোগে বলা হয়—শুভেচ্ছা ক্লাসের পর থেকেই নবীন শিক্ষার্থীদের নিয়মিত র্যাগিং করে আসছে কয়েকজন সিনিয়র শিক্ষার্থী।
প্রতিদিন রাতে ৩-৪ ঘণ্টা আটকে রেখে র্যাগিং করা হচ্ছে। এমনকি শিক্ষার্থীদের নানারকম হুমকি দিয়ে এ বিষয়ে মুখবন্ধ রাখারও চেষ্টা করা হয়েছে।
অভিযোগপত্রে পরিসংখ্যান বিভাগের (২০২১-২২) শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিটনের নাম উল্লেখ করে বলা হয়েছে, ‘সে বিভাগের অন্যান্য নবীন শিক্ষার্থীদেরও একই কায়দায় র্যাগিং ও মানসিক টর্চার করে যাচ্ছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্চয় কুমার মুখার্জি আজকের পত্রিকাকে বলেন, ‘দুটি অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলা হবে। বিভাগীয় পর্যায়ে করণীয় বিষয়ে তারা ব্যবস্থা নেবেন। আমরা (প্রক্টরিয়াল বডি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’
উল্লেখ্য, ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই র্যাগিংয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের সতর্ক করে একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে পরিসংখ্যান বিভাগ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কঠোর সতর্কতার নোটিশ থাকা সত্ত্বেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) থামছে না র্যাগিং। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং আশপাশের মেসগুলোতে রাত নামলেই শুরু হয় ম্যানার শেখানোর নামে নবীন শিক্ষার্থীদের ওপর মানসিক নির্যাতন। গভীর রাত পর্যন্ত, কখনো কখনো রাতভর চলে এই র্যাগিং।
প্রশাসন বলছে, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার র্যাগিংয়ের প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের এক ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
এ ছাড়াও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর অভিভাবক বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কাছে অভিযোগ করে বলেন, তাঁর ছেলেকে গতরাতে সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত মানসিক নির্যাতন করা হয়েছে। কিন্তু ভয়ে তিনি নাম পর্যন্ত বলতে নারাজ।
লিখিত অভিযোগে বলা হয়—শুভেচ্ছা ক্লাসের পর থেকেই নবীন শিক্ষার্থীদের নিয়মিত র্যাগিং করে আসছে কয়েকজন সিনিয়র শিক্ষার্থী।
প্রতিদিন রাতে ৩-৪ ঘণ্টা আটকে রেখে র্যাগিং করা হচ্ছে। এমনকি শিক্ষার্থীদের নানারকম হুমকি দিয়ে এ বিষয়ে মুখবন্ধ রাখারও চেষ্টা করা হয়েছে।
অভিযোগপত্রে পরিসংখ্যান বিভাগের (২০২১-২২) শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিটনের নাম উল্লেখ করে বলা হয়েছে, ‘সে বিভাগের অন্যান্য নবীন শিক্ষার্থীদেরও একই কায়দায় র্যাগিং ও মানসিক টর্চার করে যাচ্ছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্চয় কুমার মুখার্জি আজকের পত্রিকাকে বলেন, ‘দুটি অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলা হবে। বিভাগীয় পর্যায়ে করণীয় বিষয়ে তারা ব্যবস্থা নেবেন। আমরা (প্রক্টরিয়াল বডি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’
উল্লেখ্য, ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই র্যাগিংয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের সতর্ক করে একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে পরিসংখ্যান বিভাগ।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে। রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশে আজ শনিবার রাত ৮টার দিকে তাঁকে বদলি করা হয়। এর আগে ২ এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সাংবাদিকেরা ওস
২ মিনিট আগেবাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
১০ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩৭ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৪২ মিনিট আগে