নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর জেলার নদ-নদীগুলোর পানি ফের বাড়তে শুরু করেছে। এতে জেলার অন্তত চারটি নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এর মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
শুক্রবার (৩০ মে) দুপুর ১২টা পর্যন্ত চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার ওপরে ছিল। এ ছাড়া ভোগাই ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে। মহারশি ও সোমেশ্বরী নদীতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
স্থানীয়রা বলছেন, ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলায় টানা বৃষ্টি হচ্ছে। ফলে সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঢল শেরপুরের নদীগুলোর পানির স্তর বাড়িয়ে দিচ্ছে। এতে জেলার ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার মানুষ নতুন করে বন্যার আশঙ্কায় রয়েছেন।
ঝিনাইগাতীর দিঘিরপাড় এলাকার গৃহিণী আছমত আরা (৩৮) বলেন, ‘কয়দিন আগেই আল্লাহ বাঁচাইছে বন্যা থাইক্কা। এখন যেইভাবে বৃষ্টি হইতাছে, আর মহারশির পানি বাড়তাছে—ভয় লাগতাছে আবার বন্যা হইব।’
চেল্লাখালী নদীর পাড়ঘেঁষা সন্ন্যাসীভিটা গ্রামের বাসিন্দা আক্কাছ আলী (৫০) বলেন, ‘বৃহস্পতিবার রাত থাইকা নদীতে ঢলের পানি আসতাছে। যদি বৃষ্টি না কমে, তাইলে আমরা বড় বিপদে পড়ব।’
বাঘবেড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরে আলম বলেন, ‘চেল্লাখালী নদীর পানি দ্রুত বাড়ছে। ঢলের পানি ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে।’
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম বলেন, ‘টানা বৃষ্টি ও ঢলে মহারশি ও সোমেশ্বরী নদীর পানি বাড়ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা হতে পারে। তবে পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।’
শেরপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আখিনুজ্জামান জানান, ‘জেলার চারটি নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে। এর মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় নদী-রক্ষা বাঁধে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। আজ ও আগামীকাল বৃষ্টি না হলে নদীর পানি কমে যাবে।’
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর জেলার নদ-নদীগুলোর পানি ফের বাড়তে শুরু করেছে। এতে জেলার অন্তত চারটি নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এর মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
শুক্রবার (৩০ মে) দুপুর ১২টা পর্যন্ত চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার ওপরে ছিল। এ ছাড়া ভোগাই ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে। মহারশি ও সোমেশ্বরী নদীতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
স্থানীয়রা বলছেন, ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলায় টানা বৃষ্টি হচ্ছে। ফলে সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঢল শেরপুরের নদীগুলোর পানির স্তর বাড়িয়ে দিচ্ছে। এতে জেলার ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার মানুষ নতুন করে বন্যার আশঙ্কায় রয়েছেন।
ঝিনাইগাতীর দিঘিরপাড় এলাকার গৃহিণী আছমত আরা (৩৮) বলেন, ‘কয়দিন আগেই আল্লাহ বাঁচাইছে বন্যা থাইক্কা। এখন যেইভাবে বৃষ্টি হইতাছে, আর মহারশির পানি বাড়তাছে—ভয় লাগতাছে আবার বন্যা হইব।’
চেল্লাখালী নদীর পাড়ঘেঁষা সন্ন্যাসীভিটা গ্রামের বাসিন্দা আক্কাছ আলী (৫০) বলেন, ‘বৃহস্পতিবার রাত থাইকা নদীতে ঢলের পানি আসতাছে। যদি বৃষ্টি না কমে, তাইলে আমরা বড় বিপদে পড়ব।’
বাঘবেড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরে আলম বলেন, ‘চেল্লাখালী নদীর পানি দ্রুত বাড়ছে। ঢলের পানি ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে।’
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম বলেন, ‘টানা বৃষ্টি ও ঢলে মহারশি ও সোমেশ্বরী নদীর পানি বাড়ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা হতে পারে। তবে পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।’
শেরপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আখিনুজ্জামান জানান, ‘জেলার চারটি নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে। এর মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় নদী-রক্ষা বাঁধে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। আজ ও আগামীকাল বৃষ্টি না হলে নদীর পানি কমে যাবে।’
নাটোরে বোরকা পরে হাসপাতালে ঢুকে চিকিৎসক এ এইচ এম আমিরুল ইসলামকে খুন করেন তাঁর চাকরিচ্যুত ব্যক্তিগত সহকারী (পিএ) আসাদুল ইসলাম (২৭)। খুনের পর চিকিৎসকের কক্ষেই প্রায় ১ ঘণ্টা অবস্থান করে ফের বোরকা পরে বেরিয়ে যান তিনি। প্রযুক্তির সহায়তা ও সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে নাটোর শহর থেকে আসাদুলকে আটক করেছে
১৯ মিনিট আগেহঠাৎ মেঘমুক্ত নীল আকাশে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে। হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম এই পর্বতশৃঙ্গ এখন পরিষ্কার দেখা যাচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় থেকে। মহানন্দা নদীর পাড়সহ জেলার বিভিন্ন জায়গা থেকে খালি চোখেই দেখা যায় বরফাচ্ছাদিত এ পর্বতচূড়া।
৩৩ মিনিট আগেরাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে একই স্থানে বিএনপির দুই গ্রুপের উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। পরে ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
৩৯ মিনিট আগেবিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সিদ্ধেশ্বরী স্কুলের পাশের একটি মসজিদে সন্ধ্যা ৭টা ১২ মিনিটে আগুন লাগার খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। তবে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। ইউনিট দুটি এরপর ফিরে আসে।
১ ঘণ্টা আগে