Ajker Patrika

মাদারগঞ্জে এমপির ‘সেক্রেটারি’ পরিচয়ে প্রতারণার অভিযোগ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৪: ৫০
মাদারগঞ্জে এমপির ‘সেক্রেটারি’ পরিচয়ে প্রতারণার অভিযোগ

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের ‘সেক্রেটারি’ পরিচয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে এ বিষয়ে ভুক্তভোগী প্রধান শিক্ষক বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, পৌর শহরের মির্জা রওশন আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান রহমতুল্লাহ রিমুর মোবাইল ফোনে ০১৭৫৩৭০৯৬৫২ নম্বর থেকে গতকাল মঙ্গলবার সকাল ১০টা ১১ মিনিটে ফোন আসে। তিনি নিজেকে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজমের ‘সেক্রেটারি’ নাদিম মোস্তফা বলে পরিচয় দেন। 

জিডিতে আরও উল্লেখ করা হয়, এ সময় প্রধান শিক্ষককে ওই ব্যক্তি তাঁর বিদ্যালয়ের মৌলভি শিক্ষকের জন্য বিনা মূল্যে হজের ব্যবস্থা করা হয়েছে বলে জানান। এর জন্য ভিসা প্রসেসিং বাবদ তাঁর কাছে বিকাশের মাধ্যমে ৭ হাজার টাকা দাবি করেন। প্রধান শিক্ষকের বিষয়টি সন্দেহ হলে তিনি ফোন কেটে দেন। পরে সংসদ সদস্য মির্জা আজমকে জানালে তিনি বিষয়টি ভিত্তিহীন ও প্রতারণা বলে আশ্বস্ত করেন। সেই সঙ্গে তাঁকে থানায় জিডি করার পরামর্শ দেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক রায়হান রহমতুল্লাহ রিমু বলেন, ‘মির্জা আজম এমপির সেক্রেটারি পরিচয়ে টাকা দাবি করার বিষয়টি সন্দেহজনক ও প্রতারণা মনে হলে থানায় সাধারণ ডায়েরি করেছি।’

এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, সংসদ সদস্যের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মোবাইল ফোনে প্রতারণার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রতারককে শনাক্তের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত