Ajker Patrika

২২ বছর পালিয়ে থেকেও শেষরক্ষা হলো না কাশেমের 

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ১৬
২২ বছর পালিয়ে থেকেও শেষরক্ষা হলো না কাশেমের 

কিশোরীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কাশেমকে (৬২) সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে নেত্রকোনার পূর্বধলা থানা-পুলিশ। ২২ বছর ধরে পলাতক থাকা অবস্থায় আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর এলাকা থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। পূর্বধলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুখলেছুর রহমান গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে ময়মনসিংহ র‍্যাব-১৪-এর একটি দল আবুল কাশেমকে গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতা করে। বিকেলে আবুল কাশেমকে পূর্বধলা থানায় নিয়ে আসা হয়। পূর্বধলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আবুল কাশেমের বাড়ি পূর্বধলা উপজেলার ধলামাইজপাড়া গ্রামে।

পুলিশের এএসআই মুখলেছুর রহমান বলেন, ২০০১ সালে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেমের বিরুদ্ধে মামলা হয়। মামলার পরপরই কাশেম এলাকা থেকে পালিয়ে যান। সেই মামলায় ২০১৫ সালে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কাশেমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের সৈয়দপুর এলাকা থেকে আজ তাঁকে গ্রেপ্তার করা হয়।

এএসআই মুখলেছুর রহমান আরও বলেন, মামলার পর থেকেই কাশেম স্ত্রী, সন্তানসহ সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামে আশ্রয় নেন। সেখানে তিনি নাম-পরিচয় গোপন করে অটোরিকশা চালাতেন। এলাকায় থাকা পরিবারের লোকজন বা আত্মীয়স্বজন কারও সঙ্গে যোগাযোগ করতেন না। এমনকি তিনি মোবাইল ফোনও ব্যবহার করতেন না। যে কারণে তাঁর অবস্থান শনাক্ত করা কঠিন ছিল।

আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল শনিবার আবুল কাশেমকে আদালতে পাঠানো হবে বলে জানান এএসআই মুখলেছুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত