মো. হোসাইন আলী কাজী, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ পাওয়া গেছে। ১৬ জুলাই অর্ধশতাধিক অন্তঃসত্ত্বা নারীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া হয় বলে জানা গেছে। ওই ওষুধ সেবন করে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।
আজ বুধবার ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীর স্বামী এমন অভিযোগ করেছেন। ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন তিনি।
জানা গেছে, আমতলী পৌর শহরের সবুজবাগ এলাকার ওই ব্যক্তির স্ত্রী গত ২৭ এপ্রিল আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অন্তঃসত্ত্বা হিসেবে চিকিৎসা নিতে যান। ওই সময় স্বাস্থ্য সেবিকা ইসরাত জাহান সেতু তাঁকে গর্ভকালীন সেবা পেতে এএনসি ও পিএনসি কার্ড করে দেন।
১৬ জুলাই তিনি কার্ড নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স যান। ওই সময় তিনি অন্তঃসত্ত্বা নারীকে মেয়াদোত্তীর্ণ ক্যালসিয়াম ও আয়রন ওষুধ দেন। অভিযোগ রয়েছে, ওই দিন অর্ধশতাধিক নারীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া হয়। ওই ওষুধ খেয়ে ওই নারীসহ অনেকে অসুস্থ হয়ে পড়েন। পরে ওই নারীকে তাঁর স্বামী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করিয়েছেন।
আজ এ বিষয়ে বেশ কয়েকজন অন্তঃসত্ত্বা নারী ও তাঁদের স্বজনেরা আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অভিযোগ দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ঘটনা জানাজানি হয়ে গেলে স্বাস্থ্য সেবিকা ওই দিন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সটকে পড়েন।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্বাস্থ্য সেবিকা ইসরাত জাহান সেতু বলেন, ‘এখানে আমার কোনো দায় নেই। হাসপাতাল কর্তৃপক্ষ যে ওষুধ আমাকে সরবরাহ করেছে, আমি ওই ওষুধ অন্তঃসত্ত্বা নারীদের মাঝে বিতরণ করেছি।’ কতজন নারীর মাঝে ওই দিন ওষুধ বিতরণ করেছেন—এমন প্রশ্নের জবাব দেননি তিনি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, ১৬ জুলাই বিতরণ করা ওষুধের মেয়াদ গত মে মাসে উত্তীর্ণ হয়ে গেছে। এ ওষুধ বিতরণ করা মোটেও ঠিক হয়নি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। বেশ কয়েকজন নারী ও তাঁর স্বজনেরা এসে অভিযোগ করেছেন। তদন্ত কমিটি গঠন করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ কীভাবে বিতরণ করা হলো, তা-ও খতিয়ে দেখা হবে।
বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ পাওয়া গেছে। ১৬ জুলাই অর্ধশতাধিক অন্তঃসত্ত্বা নারীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া হয় বলে জানা গেছে। ওই ওষুধ সেবন করে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।
আজ বুধবার ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীর স্বামী এমন অভিযোগ করেছেন। ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন তিনি।
জানা গেছে, আমতলী পৌর শহরের সবুজবাগ এলাকার ওই ব্যক্তির স্ত্রী গত ২৭ এপ্রিল আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অন্তঃসত্ত্বা হিসেবে চিকিৎসা নিতে যান। ওই সময় স্বাস্থ্য সেবিকা ইসরাত জাহান সেতু তাঁকে গর্ভকালীন সেবা পেতে এএনসি ও পিএনসি কার্ড করে দেন।
১৬ জুলাই তিনি কার্ড নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স যান। ওই সময় তিনি অন্তঃসত্ত্বা নারীকে মেয়াদোত্তীর্ণ ক্যালসিয়াম ও আয়রন ওষুধ দেন। অভিযোগ রয়েছে, ওই দিন অর্ধশতাধিক নারীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া হয়। ওই ওষুধ খেয়ে ওই নারীসহ অনেকে অসুস্থ হয়ে পড়েন। পরে ওই নারীকে তাঁর স্বামী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করিয়েছেন।
আজ এ বিষয়ে বেশ কয়েকজন অন্তঃসত্ত্বা নারী ও তাঁদের স্বজনেরা আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অভিযোগ দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ঘটনা জানাজানি হয়ে গেলে স্বাস্থ্য সেবিকা ওই দিন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সটকে পড়েন।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্বাস্থ্য সেবিকা ইসরাত জাহান সেতু বলেন, ‘এখানে আমার কোনো দায় নেই। হাসপাতাল কর্তৃপক্ষ যে ওষুধ আমাকে সরবরাহ করেছে, আমি ওই ওষুধ অন্তঃসত্ত্বা নারীদের মাঝে বিতরণ করেছি।’ কতজন নারীর মাঝে ওই দিন ওষুধ বিতরণ করেছেন—এমন প্রশ্নের জবাব দেননি তিনি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, ১৬ জুলাই বিতরণ করা ওষুধের মেয়াদ গত মে মাসে উত্তীর্ণ হয়ে গেছে। এ ওষুধ বিতরণ করা মোটেও ঠিক হয়নি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। বেশ কয়েকজন নারী ও তাঁর স্বজনেরা এসে অভিযোগ করেছেন। তদন্ত কমিটি গঠন করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ কীভাবে বিতরণ করা হলো, তা-ও খতিয়ে দেখা হবে।
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
২ ঘণ্টা আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
২ ঘণ্টা আগে