Ajker Patrika

বরগুনায় সরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ

মো. হোসাইন আলী কাজী, আমতলী (বরগুনা) 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ পাওয়া গেছে। ১৬ জুলাই অর্ধশতাধিক অন্তঃসত্ত্বা নারীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া হয় বলে জানা গেছে। ওই ওষুধ সেবন করে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।

আজ বুধবার ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীর স্বামী এমন অভিযোগ করেছেন। ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন তিনি।

জানা গেছে, আমতলী পৌর শহরের সবুজবাগ এলাকার ওই ব্যক্তির স্ত্রী গত ২৭ এপ্রিল আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অন্তঃসত্ত্বা হিসেবে চিকিৎসা নিতে যান। ওই সময় স্বাস্থ্য সেবিকা ইসরাত জাহান সেতু তাঁকে গর্ভকালীন সেবা পেতে এএনসি ও পিএনসি কার্ড করে দেন।

১৬ জুলাই তিনি কার্ড নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স যান। ওই সময় তিনি অন্তঃসত্ত্বা নারীকে মেয়াদোত্তীর্ণ ক্যালসিয়াম ও আয়রন ওষুধ দেন। অভিযোগ রয়েছে, ওই দিন অর্ধশতাধিক নারীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া হয়। ওই ওষুধ খেয়ে ওই নারীসহ অনেকে অসুস্থ হয়ে পড়েন। পরে ওই নারীকে তাঁর স্বামী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করিয়েছেন।

আজ এ বিষয়ে বেশ কয়েকজন অন্তঃসত্ত্বা নারী ও তাঁদের স্বজনেরা আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অভিযোগ দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ঘটনা জানাজানি হয়ে গেলে স্বাস্থ্য সেবিকা ওই দিন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সটকে পড়েন।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্বাস্থ্য সেবিকা ইসরাত জাহান সেতু বলেন, ‘এখানে আমার কোনো দায় নেই। হাসপাতাল কর্তৃপক্ষ যে ওষুধ আমাকে সরবরাহ করেছে, আমি ওই ওষুধ অন্তঃসত্ত্বা নারীদের মাঝে বিতরণ করেছি।’ কতজন নারীর মাঝে ওই দিন ওষুধ বিতরণ করেছেন—এমন প্রশ্নের জবাব দেননি তিনি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, ১৬ জুলাই বিতরণ করা ওষুধের মেয়াদ গত মে মাসে উত্তীর্ণ হয়ে গেছে। এ ওষুধ বিতরণ করা মোটেও ঠিক হয়নি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। বেশ কয়েকজন নারী ও তাঁর স্বজনেরা এসে অভিযোগ করেছেন। তদন্ত কমিটি গঠন করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ কীভাবে বিতরণ করা হলো, তা-ও খতিয়ে দেখা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত