Ajker Patrika

ময়মনসিংহে অসহনীয় লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহযোগিতা চাইল পল্লী বিদ্যুৎ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ২১: ০৯
ময়মনসিংহে অসহনীয় লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহযোগিতা চাইল পল্লী বিদ্যুৎ

ময়মনসিংহে ১৫ দিন ধরে চলছে অসহনীয় লোডশেডিং। এতে ইফতার, তারাবিহ কিংবা সাহ্‌রির সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন মানুষ। সেচের অভাবে নষ্ট হচ্ছে ফসল। এ নিয়ে গ্রাহকের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্র, কর্মকর্তা ও তাঁদের পরিবারের নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩।

গতকাল মঙ্গলবার পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে নিরাপত্তা চেয়ে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর (এজিএম) প্রশাসন রাশেদুল আলম খন্দকার।

রাশেদুল আলম আজকের পত্রিকাকে বলেন, গার্মেন্টস ছুটি হওয়ায় এক-দুই দিনের মধ্যে লোডশেডিং কমে আসবে। ময়মনসিংহ অঞ্চলে পল্লী বিদ্যুতের চাহিদা রয়েছে ৯৭ মেগাওয়াট। এর মধ্যে সরবরাহ হচ্ছে ৪৬ মেগাওয়াট। 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, তাঁর অঞ্চলে রাত-দিন মিলে গড়ে ২০০ থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থেকে যাচ্ছে। খাদ্য উৎপাদন ঠিক রাখতে পিডিবির কিছু বিদ্যুৎ শহর থেকে পল্লী বিদ্যুৎকে দেওয়া হচ্ছে। 

রফিকুল ইসলাম আরও বলেন, ময়মনসিংহ অঞ্চলে প্রায় ১২ লাখ গ্রাহকের বিদ্যুতের চাহিদা দিনে ১ হাজার ১০০ মেগাওয়াট এবং রাতে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ মেগাওয়াট। কিন্তু বিদ্যুৎ পাওয়া যাচ্ছে ৯০০ থেকে ১ হাজার ১০০ মেগাওয়াট। 

ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা আজকের পত্রিকাকে বলেন, বিদ্যুতের খুঁটিনাটি সবকিছুর খবর রাখা হচ্ছে। এনিয়ে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভ্রান্ত ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে। চিঠির পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ নিয়ে যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান পুলিশ সুপার। 

সংশ্লিষ্টরা বলছেন, তীব্র গরম আর লোডশেডিংয়ে হাঁসফাঁস অবস্থা ময়মনসিংহের শহর ছাড়িয়ে গ্রাম অঞ্চলের মানুষের মধ্যেও। রাত-দিন মিলিয়ে ছয় ঘণ্টাও থাকছে না বিদ্যুৎ। ঘন ঘন লোডশেডিংয়ে সেচের অভাবে নষ্ট হচ্ছে খেতের ধান। গরমে নির্ঘুম রাত পার করছেন মানুষজন। এই অবস্থায় চরম ক্ষিপ্ত হয়ে উঠছেন বিদ্যুতের গ্রাহকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত