Ajker Patrika

জামালপুরে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি 
উজ্জ্বল মাহমুদকে আদালতে নিচ্ছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা
উজ্জ্বল মাহমুদকে আদালতে নিচ্ছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

জামালপুরে যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রী তাহমিনা জান্নাতকে হত্যার দায়ে স্বামী উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১২ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক। তিনি বলেন, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে জামালপুর সদর উপজেলার দেউলিয়াবাড়ী গ্রামের বাসিন্দা উজ্জ্বল মাহমুদের সঙ্গে জেলার মাদারগঞ্জ উপজেলার জোড়খালী গ্রামের তাহমিনা জান্নাতের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রী তাহমিনা জান্নাতকে যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছিলেন উজ্জ্বল মাহমুদ।

ফজলুল হক বলেন, বিয়ের দুই মাস পর ঈদুল ফিতরের সময় পাঁচ লাখ টাকার জন্য মারধরের পর তাহমিনা জান্নাতকে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে উজ্জ্বল মাহমুদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই বছর ১৯ এপ্রিল নিহতের বাবা ইব্রাহিম খলিল বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার আসামি উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বাকি ১২ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

এশিয়ার সেরা সুপ্ত সম্ভাবনা বাংলাদেশের স্বাস্থ্য খাত, বিপুল বিনিয়োগের সুযোগ

ডিবিপ্রধানকে সরানোর সঙ্গে মডেল মেঘনার ঘটনার সম্পর্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকায় এসে ২০ জুলাইযোদ্ধার দৃষ্টিশক্তি ফেরালেন ব্রিটিশ চিকিৎসকেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত